- আজ রবিবার
- ২৩শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৬ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৫ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ৩০ সেপ্টেম্বর ২০২৪ | ২:৩৭ অপরাহ্ণ
প্রথম ইনিংসে বাংলাদেশের করা ২৩৩ রান তাড়ায় নেমে দারুণ শুরু করে স্বাগতিক ভারত। দুই ওপেনার মিলে মাত্র ৪ ওভারে স্কোরবোর্ডে তুলে ফেলে ৫৫ রান। তবে, ভয়ঙ্কর হয়ে ওঠা রোহিতকে ফিরিয়ে কিছুটা স্বস্তি দিলেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। মিরাজের লো হয়ে যাওয়া ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন রোহিত। ১১ বলে খেলেন ২৩ রানের ঝড়ো ইনিংস।
লক্ষ্য ২৩৩ রান। সাদা পোশাকে এই সংগ্রহ খুব বেশি নয়। সেই সংগ্রহ ছুঁতে রীতিমত ঝড়ো ব্যাটিং করছেন ভারতীয় ওপেনাররা। দুই ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল মিলে মাত্র ৩ ওভারেই স্কোরবোর্ডে তুলেছেন ৫০ রান। যা রীতিমত অবিশ্বাস্য।
বাকি ব্যাটাররা আসা–যাওয়ার মধ্যে থাকলেও এক প্রান্ত আগলে রেখে দৃঢ়তার পরিচয় দিয়েছেন মুমিনুল হক। তুলে নিয়েছেন সেঞ্চুরি। তার সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ২৩৩ রান করেছে বাংলাদেশ। ব্যাট হাতে সর্বোচ্চ ১৯৪ বলে ১০৭ রান করেছেন মুমিনুল হক। ভারতের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন জাসপ্রিত বুমরাহ।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |