• আজ মঙ্গলবার
    • ২৪শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১০ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    মার্কিন যুদ্ধজাহাজে হুথির ক্ষেপণাস্ত্র হামলা

    মার্কিন যুদ্ধজাহাজে হুথির ক্ষেপণাস্ত্র হামলা

    গাজীপুর টিভি ডেস্ক | ১৩ নভেম্বর ২০২৪ | ৬:১৬ অপরাহ্ণ

    ইয়েমেন উপকূলে যুক্তরাষ্ট্রের দুইটি যুদ্ধ জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে হুথি। পেন্টাগনের পক্ষ থেকে এই হামলার সত্যতা নিশ্চিত করা হয়েছে।

    ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের দাবি মার্কিন যুদ্ধ জাহাজ আব্রাহাম লিংকন ও দুইটি ইউএস ডেস্ট্রয়ার লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

    পেন্টাগনের মুখপাত্র বিমান বাহিনীর মেজর জেনারেল প্যাট্রিক রাইডার মঙ্গলবার (১২ নভেম্বর) জানিয়েছেন, মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সফলভাবে হুথিদের হামলা প্রতিহত করেছে।

    রাইডার বলেন, ড্রোন, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন ডেস্ট্রয়ার লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে এসব হামলা ঠেকিয়ে দেওয়া হয়েছে।

    এদিকে লেবাননের রাজধানী বৈরুতের একটি মেডিক্যাল সেন্টারে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান থেকে বুধবার সকালে রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে ধারাবাহিক আক্রমণ চালানো হয়। হারেক হরেইকের দার আল-হাওরা মেডিকেল সেন্টারে লক্ষ্য করে কয়েক দফা হামলা চালানো হয়েছে।

    হামলা চালানোর আগে ওই এলাকার লোকজনকে অনত্র সরে যাওয়ার নির্দেশ দেয় দখলদার সেনারা। এরপরেই সেখানে দফায় দফায় হামলা চালানো হয়। তবে সেখানে হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১