- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২২ আগস্ট ২০২১ | ৩:৫৮ অপরাহ্ণ
আফগানিস্তানের রাজধানী কাবুল তালেবানের নিয়ন্ত্রণে যাওয়ার পর এখন ঘরছাড়া বহু মানুষ। এখনও কাবুল বিমানবন্দরে দেশত্যাগের অপেক্ষায় রয়েছে অনেক আফগান নারী পুরুষ।
এমন সময় ডেইলি মিরর খবর প্রকাশ করেছে, কাবুল থেকে সেনা প্রত্যাহারের একটি বিমানে এক আফগান নারী ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।
একটি মার্কিন সামরিক ফ্লাইট জার্মানির রামস্টাইন বিমান ঘাঁটিতে পৌঁছানোর পর বিমানের মধ্যে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন শরণার্থী ওই নারী।
ইউএস এয়ার মোবিলিটি কমান্ড জানান,মধ্যপ্রাচ্যের একটি অস্থায়ী ঘাঁটি হয়ে জার্মানির রামস্টাইন বিমান ঘাঁটিতে সৈন্যদের পৌঁছে দিচ্ছিল সি-সেভেনটিন পরিবহন ওই বিমানটি। আর তাদের সঙ্গেই ছিলেন ওই অন্তঃসত্ত্বা আফগান নারী। সন্তান প্রসবের পর ওই নারীকে কাছের একটি হাসপাতালে নেয়া হয়, এখন মা ও মেয়ে দুজনই সুস্থ্য আছেন।