• আজ মঙ্গলবার
    • ৩১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৭ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    মালদ্বীপকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ

    গাজীপুর টিভি ডেস্ক | ১৩ নভেম্বর ২০২১ | ১১:৫৬ অপরাহ্ণ

    শ্রীলঙ্কায় মাহেন্দ্র রাজাপাকসে চার জাতি টুর্নামেন্টের গ্রুপ পর্বে মালদ্বীপকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। আর এর মধ্য দিয়ে দীর্ঘ ১৮ বছরের জয়খরা কাটাল লাল-সবুজ বাহিনী। ২০০৩ সালের পর প্রথমবারের মতো মালদ্বীপকে হারাল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাংলাদেশের হয়ে গোল দুটি করেছেন জামাল ভূঁইয়া ও তপু বর্মন। আর মালদ্বীপের হয়ে একমাত্র গোলটি করেন মোহামেদ উমাইর।

    আজ শনিবার (১৩ নভেম্বর) শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে আন্তর্জাতিক ট্রফিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ ফুটবল দল।

    ম্যাচের ১২ মিনিটে দলীয় কাপ্তান জামাল ভুঁইয়ার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে ৩৩ মিনিটে গোল শোধ করে মালদ্বীপ। এরপর দ্বিতীয়ার্ধে ৮৮ মিনিটে পেনাল্টি থেকে বাংলাদেশকে জয়সূচক গোলটি এনে দেন সাফে দুর্দান্ত খেলে আসা তপু বর্মন।

    এর আগে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ সিশেলসের বিপক্ষে বাংলাদেশ হেরেছিল ৮৭ মিনিটের গোলে। সাফে নেপাল বাংলাদেশের বিপক্ষে পেনাল্টি পেয়েছিল ৮০ মিনিটের পর। এবার অবশ্য ঘটলো ঠিক উল্টো ঘটনা। এদিন ম্যাচের ৮৭ মিনিটের মাথায় পেনাল্টি পায় বাংলাদেশ। জুয়েল রানাকে বক্সের মধ্যে অবৈধভাবে ফেলে দেন প্রতিপক্ষের গোলরক্ষক।

    রেফারি পেনাল্টির সংকেতে এগিয়ে আসেন তপু বর্মণ। পেনাল্টি শট নেন তিনি। ডিফেন্ডার হলেও পেনাল্টিতে সবচেয়ে সফল তিনি। তপু বর্মণের নেওয়া শট ঠেকাতে ব্যর্থ হয় মালদ্বীপের গোলরক্ষক। বাংলাদেশ ২-১ গোলের লিড পায়।

    গত কয়েক বছর ধরে জামাল ভূঁইয়ার নেতৃত্বে খেলছে লাল-সবুজ বাহিনী। তবে একটা অতৃপ্তি ঠিকই ছিল তার। কারণ এতদিন তার নামের পাশের ছিল না কোনো গোল। অবশেষে নিজের ৫৯তম ম্যাচে খেলতে নেমে অধরা গোলের দেখা পেলেন জামাল। আর বাংলাদেশও জিতল দারুণভাবে।

    এদিকে, চিরপ্রতিদ্বন্দ্বী মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের সমীকরণে টিকে রইলো বাংলাদেশ। তবে এদিন হারলেই পথ অনেকটা কঠিন হয়ে যেত জামাল ভূঁইয়াদের জন্য।

    এই তো গেল মাসেই সাফে মালদ্বীপের কাছে ২-০ গোলে হেরে যায় জামাল ভূঁইয়ারা। সেই অর্থে এটা প্রতিশোধের মিশন ছিল। সেটা কিনা কি দারুণ ভাবেই নিল লাল-সবুজ বাহিনী। বাংলাদেশের পরবর্তী ম্যাচ স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১