- আজ শনিবার
- ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
| ১৪ জুলাই ২০২১ | ১১:২৮ পূর্বাহ্ণ
নোবেলজয়ী নারী অধিনারী অধিকারকর্মী হিসেবে বিশ্বব্যাপী পরিচিত মালালা ইউসুফজাই। এবার পাঠ্যবইয়ে তার ছবি ছাপানোয় ওই পাঠ্যবই বাজেয়াপ্ত করেছে পাঞ্জাব প্রদেশের শিক্ষাবোর্ড।
সোমবার (১৩ জুলাই) পাকিস্তানের পাঞ্জাব কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড (পিসিটিবি) বইটি জব্দ করে তা বাজেয়াপ্ত করে।
বইটি ছাপিয়েছিল অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস (ওইউপি)। যুক্তরাজ্যে বসবাসরত মালালার ইসলাম নিয়ে দৃষ্টিভঙ্গির কারণে ওই পাঠ্যবই বাজেয়াপ্ত করা হয় বলে জানায় সংবাদ সংস্থা পিটিআই।
সপ্তম শ্রেণির জন্য সামাজিক শিক্ষা বিষয়ের ওই বইয়ে মোহাম্মদ আলী জিন্নাহ, কবি ইকবাল, শিক্ষাবিদ স্যার সৈয়দ আহসান, প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ও প্রখ্যাত দানবীর আব্দুল সাত্তার ইধিসহ অন্যান্যদের পাশে মালালার ছবিও ছাপা হয়েছিল।
বিষয়টি প্রকাশ্যে আসার পর সমালোচনার ঝড় শুরু হয়। পরে বোর্ড কর্তৃপক্ষ বইটি বাজেয়াপ্ত করে এবং বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে বইটি জব্দ করে। বোর্ড বলছে, বইটি ছাপানোর আগে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস (ওইউপি) তাদের অনাপত্তিপত্র নেয়নি।