• আজ সোমবার
    • ৩০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৭ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    মালয়শিয়া বলে সোনাদিয়া দ্বীপে নামিয়ে দেওয়া ১৩৫ রোহিঙ্গা উদ্ধার

    মালয়শিয়া বলে সোনাদিয়া দ্বীপে নামিয়ে দেওয়া ১৩৫ রোহিঙ্গা উদ্ধার

    গাজীপুর টিভি ডেস্ক | ২১ মার্চ ২০২২ | ৬:৫০ অপরাহ্ণ

    মালয়শিয়া বলে মহেশখালীর সোনাদিয়া দ্বীপে নামিয়ে দেওয়া ১৩৫ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ।

    আজ সোমবার (২১ মার্চ) দুপুরে দ্বীপ উপজেলা মহেশখালীর সোনাদিয়া থেকে তাদের উদ্ধার করা হয়।

    কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, মালয়েশিয়া নেওয়ার কথা বলে রোহিঙ্গাদের ট্রলারে তুলে একটি দালালচক্র। রাতের আঁধারে ছুটে চলা রোহিঙ্গা ভর্তি ট্রলারটি এদিক-সেদিক চালিয়ে ভোরে মালয়েশিয়া বলে সোনাদিয়া দ্বীপে নামিয়ে দেওয়া হয়। দালালরা মালয়েশিয়া পৌঁছানোর ওয়াদা করে তাদের কাছ থেকে যা পেরেছে টাকা আদায় করেছে। উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে রোহিঙ্গাদের ট্রলারে তোলে চক্রটি। সকালে দ্বীপের প্যারাবনে এতগুলো লোককে দেখে খবর দিলে পুলিশ তাদের উদ্ধার করে।

    তিনি আরও জানান, উখিয়ার কুতুপালং ও টেকনাফে আশ্রয় শিবিরে থাকা এসব রোহিঙ্গাকে উদ্ধার করে মহেশখালী থানা নিয়ে আসা হয়েছে। তাদের কাছ থেকে দালালদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাদের পরবর্তীতে স্ব-স্ব আশ্রয় শিবিরে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১