• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    মায়ামির কাছে বিধ্বস্ত এমএলএস চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলস

    মায়ামির কাছে বিধ্বস্ত এমএলএস চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলস

    গাজীপুর টিভি ডেস্ক | ০৪ সেপ্টেম্বর ২০২৩ | ১২:১৬ অপরাহ্ণ

    ইন্টার মায়ামিতে মেসি যোগ দেয়ার পর আর ফিরে তাকাতে হয়নি দলটির। একের পর এক জয় উপহার দিয়ে যাচ্ছে মেসির ইন্টার মায়ামি। এবার এমএলএসের বর্তমান চ্যাম্পিয়ন লস অ্যাঞ্জেলস ফুটবল ক্লাব (এলএএফসি) রীতিমত বিধ্বস্ত হয়েছে মেসির কারণে। ম্যাচে গোল না পেলেও জোড়া অ্যাসিস্ট করে সব আলো কেড়ে নিয়েছেন মেসিই।

    এমন এক প্রতিপক্ষের সঙ্গে ম্যাচের আগে স্নায়ুচাপটাও ছিল বেশ চড়া। তবে মেসি যেন উড়িয়ে দিলেন সবকিছুই। মেসির জোড়া অ্যাসিস্ট আর মায়ামির দুর্দান্ত দলীয় নৈপুণ্যে ইন্টার মায়ামি ম্যাচ জিতেছে ৩-১ গোলে।

    লস অ্যাঞ্জেলসে শুরু থেকেই মাঠ ছিল স্বাভাবিক খেলার অনুপযোগী। বৃষ্টিভেজা মাঠে বারবারই পা হড়কাচ্ছিলেন মায়ামির ফুটবলাররা। বেশ কয়েকবারই বল হারাতে হয়েছে ভারী মাঠের কারণে। খেলোয়াড়রাও ছিলেন বিভ্রান্ত। এই সুবাদেই যেন ম্যাচের নিয়ন্ত্রণ হাতে তুলে নেয় স্বাগতিক এলএএফসি।

    তবে গোলবারের নিচে ড্রেক ক্যালেন্ডার এই ম্যাচেও ছিলেন অবিচল। তার কল্যাণেই ম্যাচে টিকে ছিল লিগ কাপজয়ী মায়ামি।

    খেলার ধারার অনেকটা বিপরীতে ১৪ মিনিটে লিড নেয় মায়ামি। থমাস আভিলেসের পাস থেকে গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড ফাকুন্দো ফারিয়াস। মাঠে পড়ে গেলেও আলতো টোকায় বলকে জালে জড়ান তিনি। প্রথমার্ধে অবশ্য ব্যবধান বাড়াতে পারতো মায়ামি। তবে মেসির সহজ মিসের সুবাদে লিড বাড়ানো হয়নি তাদের।

    দ্বিতীয়ার্ধে অবশ্য নিচ থেকে গেইম বিল্ডআপেই মন দিয়েছেন বেশি। তাতে সাফল্যও এসেছে। দ্বিতীয়ার্ধ শুরুর ৫ মিনিটের মাথায় গোল পেয়ে যায় মায়ামি। ওভারল্যাপে আসা জর্দি আলবাকে দারুণ এক পাস বাড়ান এলএমটেন। সহজ সেই পাস থেকে গোল করতে ভুল হয়নি স্প্যানিশ লেফটব্যাক আলবার।

    ম্যাচে এরপর অবশ্য বেশকিছু সুযোগ তৈরি করেছিল মায়ামি। তবে লস অ্যাঞ্জেলসের ডিফেন্ডাররা ঠেকিয়ে রেখেছে মেসি বাহিনীকে। ম্যাচের ৮৩ মিনিটে সেই দেয়াল ভেঙেছে আবারও। কাউন্টার অ্যাটাকে মেসির পাস থেকে দলকে ৩-০ তে এগিয়ে দেন লিওনার্দো কাম্পানা। ম্যাচের শেষ মিনিটে এলএএফসির রায়ান হলিংস গোল করে ব্যবধান কমিয়ে আনেন ৩-১ গোলে।

    এই ম্যাচের পর নিজেদের ইস্টার্ন কনফারেন্সে ১৪তম স্থানেই থাকছে ইন্টার মায়ামি। আর ওয়েস্টার্ন কনফারেন্সের ৩য় স্থানে আছে এলএএফসি।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০