- আজ সোমবার
- ৫ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৯শে মে ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে জিলকদ ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০১ সেপ্টেম্বর ২০২৩ | ১:২০ অপরাহ্ণ
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের ছাত্র সমাবেশ। এই সমাবেশকে কেন্দ্র করে জড়ো হচ্ছে ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীরা। বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে সমাবেশ।
তবে সকাল থেকেই ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীদের সমাবেশস্থলে প্রবেশ করতে দেখা যায়। বেলা সাড়ে ১১টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে কয়েক হাজার শিক্ষার্থী কালী মন্দিরের গেট দিয়ে উদ্যানে প্রবেশ করেন। এ ছাড়া ঢাকা মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও ছোট ছোট মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন।
বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করবেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।
এই সমাবেশ হবে ছাত্রদের মহাসমাবেশ। এই সমাবেশে দেশের সকল শিক্ষার্থীরা উপস্থিত থাকবে বলে আশা প্রকাশ করেন দলের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।