• আজ মঙ্গলবার
    • ২৫শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৮ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৭ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে মামলা

    গাজীপুর টিভি ডেস্ক | ০৭ মে ২০২১ | ১০:৫২ পূর্বাহ্ণ

    পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ঠিক আগে বিজেপিতে যোগ দেন মিঠুন চক্রবর্তী। দলের হয়ে অনেক সভা সমাবেশ করেছেন। কিন্তু জেতাতে পারেননি।

    বৃহস্পতিবার তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসায় উস্কানি দেয়ার অভিযোগ এনেছে তৃণমূল কংগ্রেস। ‘আমি জলঢোড়াও নই, বেলেবোড়াও নই। আমি জাত গোখরো, এক ছোবলে ছবি।’ এমন ডায়লগ বিভিন্ন সভায় বলেছেন মিঠুন।

    মিঠুনের বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে মানিকতলা থানায়। তাতে অভিনেতার বিরুদ্ধে নির্বাচনী প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ এনেছে উত্তর কলকাতা যুব তৃণমূল। একই অভিযোগ আনা হয়েছে বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধেও।

    এফআইআরে বলা হয়েছে, মিঠুনের সংলাপেই উত্তেজনা ছড়়িয়েছে রাজ্যে। একজন তারকা হিসাবে প্রকাশ্য মঞ্চে এই ধরনের সংলাপের ব্যবহার করে মিঠুন দায়িত্বজ্ঞানহীন কাজ করেছেন বলেও অভিযোগ করা হয়েছে ওই এফআইআরে।

     

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০