- আজ শনিবার
- ২১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ৮ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১২ ডিসেম্বর ২০২৩ | ৮:২২ অপরাহ্ণ
বাংলাদেশ-নিউজিল্যান্ড ঢাকা টেস্টে দুর্বল উইকেটের কারণে ডিমেরিট পেয়েছে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। ঢাকা টেস্টে মিরপুরের উইকেটকে ‘অসন্তোষজনক’ বলে আখ্যায়িত করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি মিরপুরের পিচকে রেটিংয়ের বিষয়টি নিশ্চিত করেছে। আইসিসির পিচ অ্যান্ড আউটফিল্ড মনিটরিং প্রসেসের আওতায় এই রায় দিয়েছেন ম্যাচ রেফারি ডেভিড বুন। বাংলাদেশ অবশ্য এই শাস্তির বিরুদ্ধে আবেদন করতে পারবে।
অসন্তোষজনক পিচ তৈরি করায় মিরপুর স্টেডিয়ামকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। ডেভিড বুন বলেন, ‘আউটফিল্ড ভালো ছিল। তবে পিচ যথেষ্ট প্রস্তুত ছিল না। শক্ত ছিল না, আর প্রথম দিন ঘাস ছিল। প্রথম সেশন থেকেই অধারাবাহিক বাউন্স ছিল। স্পিনারদের বলও ব্যাটারদের কাঁধে উঠছিল। এরপর খুব নিচু হয়ে আসছিল।’
এর আগে কিউই অধিনায়ক টিম সাউদিও মিরপুরের পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মনে হয় আমার দেখা সবচেয়ে বাজে উইকেট ছিল এটি। ব্যাট-বলের মাঝে ভারসাম্য কম ছিল। বোলারদের হাতেই বেশিরভাগ নিয়ন্ত্রণ ছিল। ম্যাচ ১৭০ ওভারেই শেষ হয়ে গিয়েছে। আমাদের ছেলেরা এরপরেও জয় নিয়ে এসেছে যা আনন্দের বিষয় ছিল। আসলে অনেকভাবেই তো উইকেটকে মূল্যায়ন করা যায়। ১৭০ ওভারের মধ্যে খেলা শেষ হওয়াটা উইকেট সম্পর্কে ধারণা দিয়ে দিতে পারে। প্রতি সেকেন্ডেই এখানে ব্যাট-বলের লড়াই চলমান ছিল।’
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |