• আজ সোমবার
    • ৩০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৬ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    মিরপুরের টেস্টে ভালো লক্ষ্যের খোঁজে বাংলাদেশ

    মিরপুরের টেস্টে ভালো লক্ষ্যের খোঁজে বাংলাদেশ

    গাজীপুর টিভি ডেস্ক | ২৩ অক্টোবর ২০২৪ | ২:১৮ অপরাহ্ণ

    অভিষেক টেস্টের প্রথম ইনিংসটা ভালো যায়নি জাকের আলির। তবে দ্বিতীয় ইনিংসে দলের প্রয়োজনে লড়াই করলেন বুক চিতিয়েই। তুলে নিয়েছেন সাদা পোশাকে নিজের প্রথম ফিফটি। যদিও এরপর ইনিংসটা বেশিদূর টানতে পারেননি।

    জাকের আলি থেমেছেন কেশভ মহাজের শিকার হয়ে। তবে আউট হওয়ার আগে কাজের কাজ অনেকটাই এগিয়ে দিয়েছেন। মেহেদী মিরাজের সাথে গড়ে তুলেন ১৩৮ রানের বহুল কাঙ্ক্ষিত জুটি। আউট হন ১১১ বলে ৫৮ রানে।

    তবে মিরাজের সাথে তার জুটিটাই ইনিংস হার এড়ায় বাংলাদেশের। সেই সাথে নিজেদের পুঁজি বাড়ানোর সুযোগ করে দেয়। তিনি যখন আউট হন ৪৮ রানের লিড নিয়েছে টাইগাররা। এখন যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫।

    এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ ৮০ ওভারে ২৬৭/৭। তবে বৃষ্টির কারণে আপাতত বন্ধ আছে খেলা। মেহেদী মিরাজ এখনো আছেন মাঠে। ব্যাট করছেন ১৫৫ বলে ৭৭ রানে। সাথে নাইম হাসান আছেন ১২ রান নিয়ে।

    অথচ জাকির-মেহেদি জুটির আগে আজ বুধবার মিরপুর টেস্টের তৃতীয় দিন মাত্র ১১ রান যোগ করতেই হারায় ৩ উইকেট! সব মিলিয়ে স্কোর দাঁড়ায় ১১২/৬। লিড ভাঙতে তখন প্রয়োজন ৯০ রান।

    উল্লেখ্য, প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাটিং ধ্বসে পড়ে, গুটিয়ে যায় মাত্র ১০৬ রানে। জবাব দিতে নেমে তাইজুল ইসলামের তোপে মাত্র ১০৮ রানে ৬ উইকেট হারালেও ঘুরে দাঁড়ায় কাইল ভেরেইনের ব্যাটে। তার শতকে ভর করে ৩০৮ রান আসে স্কোর বোর্ডে।

    ২০২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। তবে মাত্র ৪ রানের মাথায় রাবাদার জোড়া আঘাতে বড় ধাক্কা খায় টাইগাররা। এরপর নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল হাসান জয় জুটি গড়েন পঞ্চাশোর্ধ রানের।

    সেই জুটি ভাঙে থিতু হয়েও ২৩ রানে শান্ত বিদায় নিলে। তবে মুশফিকুর রহিমকে সাথে নিয়ে দিনের বাকি সময়টা পাড়ি দেন জয়। রান তুলেন ১০১। জয় ৩৮ ও মুশফিক ৩১ রান নিয়ে আজ ব্যাট করতে নামেন।

    আগের দিনের রানের সাথে আর মাত্র ৪ রান যোগ হতেই ফেরেন মাহমুদুল হাসান জয়। ৩১.১ ওভারে রাবাদার ফাঁদে পড়েন ৯২ বলে ৪০ করে। এক বল পর ফেরেন মুশফিকুর রহিমও। অভিজ্ঞ এই ব্যাটার দলকে বিপদে ফেলে আউট হন ৩৩ রানে।

    দলীয় ১১২ রানে লিটন দাসের উইকেট হারায় বাংলাদেশ। ১৫ বলে ৭ রান করে কেশভ মহারাজের এলবিডব্লুর ফাঁদে পড়েন তিনি। ১১২ রানে ৬ উইকেট হারালে দেখা দেয় অল আউটের শঙ্কা। তবে পরিস্থিতি সামলে নেন মিরাজ-জাকের।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১