ইলিয়াস আলীর গুম হওয়া প্রসঙ্গে মির্জা ফখরুলের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, ‘ইলিয়াস গুম হওয়ার আগের রাতে দলীয় অফিসে কোনও এক ব্যক্তির সঙ্গে তার বাগবিতণ্ডা হয় মারাত্মক রকমের। ইলিয়াস খুব গালিগালাজ করেছিলেন তাকে। সেই যে পেছন থেকে দংশন করা সাপগুলো, আমার দলে এখনও রয়ে গেছে। যদি এদের দল থেকে বিতাড়িত না করেন, তাহলে কোনও পরিস্থিতিতেই দল সামনে এগোতে পারবে না।’
বক্তব্যটি নিয়ে দলের ভেতরেই সমালোচনা হওয়ায় রোববার সংবাদ সম্মেলনের ডাক দেন। দক্ষিণ শাহজাহানপুরে নিজ বাসায় সংবাদ সম্মেলনের শুরুতেই অনেকটা এলোমেলো মির্জা আব্বাস। মির্জা আব্বাস দাবি করেন, তার বক্তব্য বিকৃত করা হয়েছে। এ জন্য সাংবাদিকদের দায়ী করে, সংবাদ সম্মেলনের শুরুতেই বিব্রতকর প্রশ্ন না করার আহ্বান জানান তিনি। সাংবাদিকরা তার দেয়া বক্তব্য বার বার স্মরণ করিয়ে দিলে মির্জা আব্বাস বলেন, তিনি বিব্রতকর কোনো প্রশ্নের উত্তর দেবেন না। দেশে গণমাধ্যমের যে স্বাধীনতা, তা তার দলই নিশ্চিত করেছিলো বলেও দাবি করেন মির্জা আব্বাস।