• আজ সোমবার
    • ২০শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ৪ঠা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৭ই সফর ১৪৪৭ হিজরি

    মির্জা ফখরুল-আব্বাসের জামিন বহাল জনগণের বিজয়: নাগরিক ঐক্য

    মির্জা ফখরুল-আব্বাসের জামিন বহাল জনগণের বিজয়: নাগরিক ঐক্য

    গাজীপুর টিভি ডেস্ক | ১০ জানুয়ারি ২০২৩ | ৬:২০ অপরাহ্ণ

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন বহাল রাখা বিরোধী রাজনৈতিক শক্তি তথা জনগণের বিজয় বলে মন্তব্য করেছে নাগরিক ঐক্য।

    গত রবিবার নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য মোমিনুল ইসলামের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সভায় এ মন্তব্য করেছেন নেতৃবৃন্দ।

    সভায় স্বৈরাচার সরকার বিরোধী আন্দোলনের যুগপৎ কর্মসূচি এবং সাংগঠনিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

    সভায় আগামী দিনের যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অসহনীয় মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল, অবৈধ সংসদ ভেঙে দেয়ার দাবিতে সংসদ ভবন অভিমুখে গণতন্ত্র পদযাত্রা, অনির্বাচিত অবৈধ সরকারের পদত্যাগের দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে গণমিছিলের দাবি উঠে আসে।

    কেন্দ্রীয় কমিটির সভায় বেশ কিছু সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হয়। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রউফ মান্নানকে প্রেসিডিয়াম সদস্য মনোনীত করা হয়। কেন্দ্রীয় কমিটির সদস্য মঞ্জুর কাদির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

    এস এম গোলাম নিজামী, মাহবুব আলী, শাহিনুল আলম, ফিরোজ হাসান রনি, এলিজা নুসরাত এবং রোকেয়া ইসলাম কেয়াকে কেন্দ্রীয় কমিটির অন্তর্ভুক্ত করা হয়। সভায় বি এম নিজাম উদ্দিন নাগরিক ঐক্য ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব নির্বাচিত হন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১