- আজ সোমবার
- ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৮ নভেম্বর ২০২৩ | ৬:২৮ অপরাহ্ণ
গত সপ্তাহে কাওলিন শহরে জান্তা সেনাদের ওপর আক্রমণ শুরু করেছিল মিয়ানমারের বিরোধী বাহিনীর সেনারা। মিয়ানমারের সামরিক বাহিনীকে হটিয়ে মধ্যাঞ্চলীয় একটি শহরের দখল নিয়েছে দেশটির সরকারবিরোধী বাহিনীর সেনারা; তাদের দখলকৃত শহরটি একটি জেলা সদর বলে জানা গেছে।
মঙ্গলবার মিয়ানমারের ছায়া সরকার ও স্থানীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।
মিয়ানমারের বিরোধীদলীয় জাতীয় ঐক্য সরকার (এনইউজি) এটিকে একটি গুরুত্বপূর্ণ জয় হিসেবে স্বাগত জানিয়েছে।
কিন্তু এক বিশ্লেষক সতর্ক করে বলেছেন, কাওলিন শহরের দখল ধরে রাখতে বিরোধী বাহিনীর যোদ্ধাদের ব্যাপক চাপ মোকাবেলা করতে হতে পারে। কাওলিন শহরের বাসিন্দা প্রায় ২৫ হাজার।
এনইউজি জানিয়েছে, বিরোধী বাহিনীর সেনারা গত সপ্তাহে কাওলিন শহরে জান্তা সেনাদের ওপর আক্রমণ শুরু করেছিল, সোমবার তারা তাদের হটিয়ে দিয়ে শহরটির দখল নেয়।
ছায়া সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছে, তাতে তাদের সেনাদের শহরটিতে প্রতিরোধ বাহিনীর পতাকা তুলতে দেখা গেছে।
এনইউজির প্রধানমন্ত্রী মাহন উইন খাইং থান সামাজিক মাধ্যম এক্স প্লাটফর্মে বলেছেন, “জেলা পর্যায়ের একটি শহর এখন আমাদের নিয়ন্ত্রণে। কী অসাধারণ বিজয়!”
এ বিষয়ে মন্তব্য জানতে মিয়ানমারের জান্তা সরকারের এক মুখপাত্রকে ফোন করেছিল রয়টার্স, কিন্তু তিনি সাড়া দেননি।
স্থানীয় গণমাধ্যম মিয়ানমার নাউ বিদ্রোহী যোদ্ধাদের উদ্ধৃত করে জানিয়েছে, তীব্র লড়াইয়ের পর জান্তা সেনাদের ছোট একটি দলকে ঘিরে ফেলার পর শহরটির পতন হয়।
কাওলিনের ২৮ বছর বয়সী এক বাসিন্দা জানান, শনি, রোববার বিদ্রোহীদের সঙ্গে জান্তা সেনাদের তীব্র লড়াই শুরু হলে তারা শহর ছেড়ে চলে আসেন। জান্তা সেনারা মিয়ানমারের বিমান বাহিনীর সমর্থন পাচ্ছিল বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এই বাসিন্দা।
প্রতিরোধ বাহিনীর সেনারা কাওলিনের পুলিশ স্টেশন, জেলা প্রশাসনের দপ্তর, ব্যাংক ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নিয়েছে বলে এনইউজি জানিয়েছে।