• আজ শনিবার
    • ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি

    মুক্তির আগেই ‘পুষ্পা ২’র আয় ১৪০০ কোটি

    মুক্তির আগেই ‘পুষ্পা ২’র আয় ১৪০০ কোটি

    গাজীপুর টিভি ডেস্ক | ২৩ অক্টোবর ২০২৪ | ৪:১৯ অপরাহ্ণ

    ‘পুষ্পা’র তুমুল জনপ্রিয়তার পর এবার মুক্তি পেতে চলেছে সিক্যুয়েল ‘পুষ্পা ২: দ্য রুল’। তিন বছর বিরতির পর আসছে দ্বিতীয় কিস্তি। সুকুমার পরিচালিত সিনেমাটির দ্বিতীয় কিস্তি নিয়ে কাজ শুরু হয়েছে বেশ আগেই। এর একেকটি ঝলক প্রকাশ হওয়ার পর থেকে এটি দর্শক মনে ব্যাপক সাড়া ফেলে। মুক্তির আগেই এটি ১ হাজার কোটি রুপি আয় করে ফেলেছে বলে খবর ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের।

    প্রতিবেদনে দাবি করা হয়েছে, ৫০০ কোটি রুপির এই বাজেটের সিনেমায় এখনি প্রযোজনা সংস্থা তার দ্বিগুণের অধিক টাকা আয় করে ফেলেছে। বিভিন্ন ভাষায় মুক্তি পাওয়ার জন্য সিনেমাটির স্বত্ব বিক্রি হওয়া শুরু হয়েছে। যার মধ্যে তেলেগু ভাষায় স্বত্ব বিক্রি হয়েছে ২২০ কোটি রুপিতে। আন্তর্জাতিক পরিবেশনার স্বত্ব বিক্রি করা হয়েছে ১৪০ কোটি রুপিতে।

    এখানেই শেষ নয়, এই সিনেমাটির ওটিটি, স্যাটেলাইট ও সঙ্গীতের স্বত্ব বিক্রি হয়েছে মোট ৪২৫ কোটি রুপিতে। একটি ওটিটি মাধ্যম সিনেমাটি ২৭৫ কোটি রুপিতে কিনেছে।

    ধারণা করা হচ্ছে, সিনেমাটি মুক্তির পরপরই ভারতীয় সিনেমার সকল রেকর্ড ভেঙে ফেলবে। কিছুদিন আগেই জানা গেছে যে এই সিনেমার একটি আইটেম গানে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে দেখা যাবে।

    আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা টু : দ্য রুল’ সিনেমাটি ভারতের সঙ্গে একই দিনে বাংলাদেশে মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে। সিনেমাটি আনছে অ্যাকশন কাট এন্টারটেইন্টমেন্ট।

    ‘পুষ্পা : দ্য রুল’ নির্মাণ করেছেন সুকুমার। এতে আল্লু অর্জুন, ফাহাদ ফাসিল এবং রাশমিকা মান্দানা প্রধান ভূমিকায় অভিনয় করছেন। সিনেমাটি ৬ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তির কথা রয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০