• আজ সোমবার
    • ৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২১শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২১শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    মুক্তি পাচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকীর ‘আমার বাংলাদেশ’

    গাজীপুর টিভি ডেস্ক | ১৫ ডিসেম্বর ২০২১ | ৭:৫৭ অপরাহ্ণ

    উৎসবের দিনগুলো একাই পালন করে লরা। এই পৃথিবীতে আপন কেউ নেই তার। বিদেশের এক ডরমেটরিতে গিয়ে এই সত্যটা জানতে পারে বাংলাদেশি তরুণী জুঁই। মা-বাবা হারা লরার প্রতি অদ্ভুত মায়া হয় জুঁইয়ের। এ জন্য লরাকে পহেলা বৈশাখ দেখাতে বাংলাদেশে নিয়ে আসেন জুঁই।

    বাংলার রূপ-বৈচিত্র্য দেখে বিস্মিত হয় লরা। একসময় জুঁইকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ে পুরো বাংলাদেশ দেখতে। জঙ্গল, পাহাড়, চা-বাগান, সমুদ্র, নানা খাবার, বিয়েবাড়ি, বাউল গান- সর্বোপরি বাংলার অপরূপ সৌন্দর্য, মানুষের আতিথেয়তা, খাবারের স্বাদ মুগ্ধ করে লরাকে। সাকরাইন উৎসবে আলো-আঁধারির মাঝে দাঁড়িয়ে লরার মনে হয়, বাংলার এই সৌন্দর্য সে কখনও ভুলতে পারবে না। আবার বিস্তৃত সমুদ্রের সামনে দাঁড়িয়ে মনে হয়, এটাই তার বাড়ি, এটাই তার ঠিকানা।

    এমনই একটি গল্প নিয়ে মেরিল-রাঁধুনী’র উদ্যোগে, সান কমিউনিকেশনস লিমিটেডের নির্মাণে তৈরি হয়েছে এই বিশেষ চলচ্চিত্র ‘আমার বাংলাদেশ’। এটি নির্মাণের উদ্দেশ্য, বাংলাদেশের রূপচিত্র ও পর্যটনকে বিশ্বের সামনে আকর্ষণীয়ভাবে তুলে ধরা। এই গল্পের পরতে পরতে রয়েছে লোকসংগীতের আধ্যাত্মিকতা, যা দর্শকদের করবে মন্ত্রমুগ্ধ। এমনটাই মন্তব্য সংশ্লিষ্টদের।

    ‘আমার বাংলাদেশ’ নির্মাণ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী। এতে জুঁই চরিত্রে অভিনয় করেছেন নিদ্রা দে নেহা আর লরা চরিত্রে ইংল্যান্ডের অ্যালেক্স ডবসন।

    নেহা জানান, ‘এটি শুধু একটা গতানুগতিক ট্র্যাভেল ভিডিও নয়, আমাদের দেশটা কেমন সুন্দর, মানুষ কত আন্তরিক তা নতুন করে জানা যাবে ভিডিওটি দেখে।’

    অ্যালেক্স বলেন, ‘বাংলাদেশে আমার প্রথম আসা। আমি একজন থিয়েটারকর্মী। কাজটা দারুণ চ্যালেঞ্জিং ছিল আমার জন্য। আসলে একবারও মনে হয়নি অভিনয় করছি। কারণ, এ দেশের মানুষ ও প্রকৃতির সঙ্গে আমিও মিশে গেছি।’

    আজ বুধবার (১৫ ডিসেম্বর) রাত ৮টা ৫৪ মিনিটে একযোগে টিভি ও সোশ্যাল মিডিয়ায় মুক্তি পাচ্ছে ‘আমার বাংলাদেশ’।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০