- আজ সোমবার
- ৩০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
- ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৬ই মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৭ এপ্রিল ২০২২ | ২:১০ অপরাহ্ণ
মুজিবনগর দিবস উপলক্ষে বরিশালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আজ রবিবার সকাল ৯টায় সিটি মেয়র সাদিক আবদুল্লাহ’র পক্ষে সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীরের নেতৃত্বে মহানগর আওয়ামী লীগ এবং জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুসের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও মহিলা লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মুজিব নগর দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।