- আজ সোমবার
- ৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ২১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৩শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২৫ এপ্রিল ২০২২ | ৩:৩৮ অপরাহ্ণ
আইপিএলের সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ানস। এই টুর্নামেন্টের শিরোপা পাঁচবার জিতেছে তারা। পাঁচবারই নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। এবারও সেই রোহিতের নেতৃত্বে আসর শুরু করেছে মুম্বাই। কিন্তু ছন্দটা আর আগের মতো নেই। একে পর এক ব্যর্থতায় টানা পরাজয়ের বৃত্তে আটকে আছে রোহিত শর্মার দল।
এবারের আসরে এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে ফেলেছে মুম্বাই। কিন্তু ৮ ম্যাচ খেলেও এখনো পয়েন্ট টেবিলের খাতা খুলতে পারেনি তারা। সবগুলোতে হেরে ১০ দলের টুর্নামেন্টে সবার তলানিতে মুম্বাই।
গতকাল রবিবার রাতেও লক্ষ্ণৌ সুপার জায়ান্টের কাছে ৩৬ রানে হেরেছে মুম্বাই ইন্ডিয়াস। টানা পরাজয়ে থাকায় দলটির নিলাম ও দল সাজানো নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মাধ্যমে।
তবে দলটির অধিনায়ক রোহিত শর্মা এই ব্যর্থতায় জন্য ব্যাটিং বিভাগকে দোষ দিচ্ছেন। তাঁর মতে, ব্যাটিং ইউনিট জ্বলে না ওঠার কারণেই বারবার হতাশা দেখতে হচ্ছে তাদের।
অষ্টম ম্যাচে হার দেখার পর রাহিত বলেন, ‘যখন লক্ষ্য থাকে, জুটি গড়ে তোলা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা তা করতে পারিনি এবং কিছু দায়িত্বজ্ঞানহীন শট খেলেছি, আমিও নিজেও সেখানে আছি। প্রয়োজনীয় মোমেন্টামই আমরা পাইনি। তখন আর হয় না। গোটা টুর্নামেন্টেই আমরা যথেষ্ট ভালো ব্যাট করিনি। পুরো ব্যাপারটিই (দলের ব্যর্থতার দায়) ব্যাটিং ইউনিটের ওপর বর্তায়। মাঠে যে নামে, দায়িত্ব তাকেই নিতে হয়। অন্তত একজন ব্যাটসম্যানকে লম্বা ইনিংস খেলতে হয়। টুর্নামেন্টে আমরা তা করতে ব্যর্থ হয়েছি।’
ভারতীয় তারকা আরো বলেন, ‘আমাদের কোনো ব্যাটসম্যান লম্বা ইনিংস খেলতে পারেনি, অন্য দলের ব্যাটসম্যানরা যা পেরেছে। আমাদের এটা নিশ্চিত করতে হবে যেন পরিস্থিতি যেমনই হোক, একজনকে লম্বা সময় ব্যাট করতেই হবে।