• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    মুশফিক-ইয়াসিরের ব্যাটে বাংলাদেশের দারুণ শুরু

    মুশফিক-ইয়াসিরের ব্যাটে বাংলাদেশের দারুণ শুরু

    গাজীপুর টিভি ডেস্ক | ১০ এপ্রিল ২০২২ | ৩:৫৭ অপরাহ্ণ

    দ্বিতীয় দিনের শেষ বিকালে খেই হারায় বাংলাদেশের ব্যাটাররা। আশার আলো হয়ে ছিলেন মুশফিকুর রহিম ও ইয়াসির আলী। তাদের চমৎকার ব্যাটিংয়ে তৃতীয় দিনের শুরুটা দারুণ হয়েছে বাংলাদেশের।

    আজ (রবিবার) পোর্ট এলিজাবেথ টেস্টে তৃতীয় দিনে মাঠে নেমেছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে প্রোটিয়াদের ৪৫৩ রানে অলআউট করে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে সফরকারীদের স্কোর ৫৮ ওভারে ৫ উইকেটে ১৮৬ রান।

    বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু করা যায়নি পোর্ট এলিজাবেথ টেস্টের তৃতীয় দিনের খেলা। বৃষ্টি থামার পর মাঠ খেলার উপযোগী করতে বেশ খানিকটা সময় লেগে যায়। এরপর খেলা শুরু হলে মুশফিক-ইয়াসির মিলে বাংলাদেশের রান বাড়িয়ে নিচ্ছেন। প্রোটিয়া বোলারদের ওপর চড়াও হয়ে ব্যাট করছেন ইয়াসির। বেশ কয়েকটি দৃষ্টিনন্দন শট দেখা গেছে তার ব্যাটে। অন্যদিকে পরিস্থিতির দাবি মিটিয়ে ব্যাট করে চলেছেন মুশফিক।

    আগের দিন দক্ষিণ আফ্রিকার রান পাহাড়ে চাপা পড়ে হতাশাজনক ব্যাটিং ‘উপহার’ দেন মুমিনুল হকরা। ১২২ রান তুলতে হারায় ৫ উইকেট। ওই জায়গা থেকে প্রতিরোধ শুরু মুশফিক-ইয়াসিরের। ৫ উইকেটে ১৩৯ রান স্কোরে রেখে দ্বিতীয় দিন শেষ করে নেমেছেন তৃতীয় দিনে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০