• আজ শনিবার
    • ৪ঠা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২১শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    মুহিতের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে: জিএম কাদের

    মুহিতের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে: জিএম কাদের

    গাজীপুর টিভি ডেস্ক | ৩০ এপ্রিল ২০২২ | ৪:০৭ অপরাহ্ণ

    সাবেক অর্থমন্ত্রী, ভাষা সৈনিক, অসংখ্য বইয়ের লেখক আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

    আজ শনিবার (৩০ এপ্রিল) এক শোক বার্তায় প্রয়াত মুহিতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। পাশাপাশি শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জিএম কাদের।

    শোক বার্তায় জাপা চেয়ারম্যান বলেন, দেশের অর্থনীতির ভীত মজবুত করতে মুহিতের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। একজন অর্থমন্ত্রী হিসেবে তিনি ঈর্ষণীয় সাফল্য পেয়েছেন।

    তিনি বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের ঐতিহাসিক উন্নয়ন কর্মকাণ্ডে অর্থ ও পরিকল্পনামন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিত অসামান্য অবদান রেখেছেন। পাকিস্তান জাতীয় কংগ্রেসে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বৈষম্যের চিত্র প্রতিবেদন আকারে তুলে ধরে অসীম সাহসিকতার পরিচয় দিয়েছেন।

    ‘মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তান সরকারের চাকরি ইস্তফা দিয়ে অস্থায়ী সরকারের কর্মকাণ্ডে দেশ প্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। দেশ ও পরিবেশ রক্ষার স্বার্থে বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন (বাপা) প্রতিষ্ঠা করেছিলেন আবুল মাল আবদুল মুহিত। মুহিতের মৃত্যুতে দেশ এক অকৃত্রিম অভিভাবক হারালো।

    সাবেক অর্থমন্ত্রী, বরেণ্য অর্থনীতিবিদ, ভাষা সৈনিক, লেখক আবুল মাল আবদুল মুহিতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১