- আজ শনিবার
- ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৮ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১২ সেপ্টেম্বর ২০২১ | ১০:৫৫ পূর্বাহ্ণ
ধর্মীয় বিষয়ে আত্মোপলব্ধির কারণে দীর্ঘ ২৩ বছরের শোবিজ ক্যারিয়ার থেকে বিদায় নিয়েছেন অ্যানি খান। বর্তমানে স্বামী-সংসার ও ব্যবসা নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি।
অনলাইনে ‘অ্যানিস কালেকশন’ নামে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বোরকা ও সালোয়ার কামিজ বিক্রি করে শুরু থেকেই ক্রেতাদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন অ্যানি খান।
তবে পণ্যের দাম বেশি নিচ্ছেন বলে সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে। এ প্রসঙ্গে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।
অ্যানি খান লিখেছেন, আমার পেজে সব কিছুর দাম বেশি, ‘কিছু আইডি থেকে প্রতিনিয়ত এরকম বলা হচ্ছে। কি লাভ এদের আমার সাথে এমন করে? অবাক লাগে মানুষ এত কুরুচি সম্পন্ন হতে পারে?’
তিনি আরও জানান, ‘এমন না যে আমি কারো সাথে পাল্লা দিয়ে ব্যবসা করছি। নিজের এত বছরের ক্যারিয়ার ছেড়ে দিয়ে কষ্ট করে ব্যবসাটাকে আগলে ধরেছি। আর এরকম কিছু ফেক আইডি প্রতিনিয়ত এমন করছে। হে আল্লাহ আপনি সর্বশক্তিমান, আপনি যদি আমার ভাগ্যে নির্ধারণ করে রাখেন আমার ব্যবসা বরকতময় হবে ইনশাআল্লাহ।’
সাবেক এই অভিনেত্রী জানিয়েছেন, ‘আমি টাকার কথা চিন্তা করলে মিডিয়া জগত জীবনে ছাড়তাম না। আমার দৃঢ় মনোবল আপনি (আল্লাহ) আমার সহায়ক। আপনি চান তাই আমি ব্যবসা করছি। আল্লাহ আপনি এইসব বাজে মানুষদেরকে হেদায়েত করুন। আমাকে অনেক বেশি ধৈর্য দিয়ে দেন, যেন এরা আমার মনোবল ভাঙতে না পারে। আমীন সুম্মা আমীন।’
এর আগে মিডিয়া ছাড়ার ঘোষণা দিয়ে অ্যানি খান জানিয়েছিলেন, ‘কারো দ্বারা প্রভাবিত হয়ে মিডিয়া ছাড়ার সিদ্ধান্ত নেইনি। এ সিদ্ধান্ত আমার একান্তই ব্যক্তিগত। কারণ মৃত্যুর পর আমার হিসেব আমাকেই দিতে হবে। তাই আত্মোপলব্ধি থেকেই আমি মিডিয়ার কাজ থেকে সরে যাচ্ছি।’