• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    মেঘনায় কার্গোডুবি, ৪ শ্রমিককে ভাসমান অবস্থায় উদ্ধার

    মেঘনায় কার্গোডুবি, ৪ শ্রমিককে ভাসমান অবস্থায় উদ্ধার

    গাজীপুর টিভি ডেস্ক | ১৪ আগস্ট ২০২২ | ৪:০৫ অপরাহ্ণ

    বরিশালের মেহেন্দীগঞ্জে মেঘনা নদীতে প্রচণ্ড ঢেউয়ের তোড়ে পাথরবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। তবে কোনো শ্রমিক নিখোঁজ বা হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় কার্গোর সুকানিসহ চার স্টাফকে ভাসমান অবস্থায় উদ্ধার করেন কোস্টগার্ডের সদস্যরা।

    আজ রবিবার (১৪ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে মেহেন্দীগঞ্জের কালীগঞ্জ সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

    কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া প্রধান লে. কেএম শফিউল উদ্ধার হওয়া নৌযান শ্রমিকদের বরাত দিয়ে জানান, কার্গো জাহাজটি পাথর নিয়ে সুনামগঞ্জ থেকে ভোলায় যাচ্ছিল। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ওইসময় দমকা হাওয়া বইছিল। নদী উত্তাল ছিল। মেহেন্দীগঞ্জ সংলগ্ন মেঘনা অতিক্রম করার সময় প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে কার্গোটি উল্টে যায়।

    তিনি আরও বলেন, কার্গোর চার শ্রমিক নদীতে হাবুডুবু খাচ্ছিলেন। কোস্টগার্ডের কালিগঞ্জ স্টেশনে দায়িত্বরতরা তাদের নৌযান নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের উদ্ধার করেন। তারা সবাই সুস্থ আছেন।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০