- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৫ নভেম্বর ২০২১ | ৪:৫৫ অপরাহ্ণ
চাঁদপুরে মেঘনা-ডাকাতিয়া নদীর মোহনায় এমভি লামিয়া নামের লঞ্চের ধাক্কায় ডুবে গেছে একটি যাত্রীবাহী ট্রলার। এ ঘটনায় ট্রলারে থাকা যাত্রীরা সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হলেও নাছিমা বেগম (৩৫) নামক এক নারী নিখোঁজ রয়েছেন। তাকে ও ট্রলারটি উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস।
আজ শুক্রবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপ-পরিচালক এ কে এম. কায়সারুল ইসলাম জানান, চাঁদপুর নদী বন্দরের মোলহেড সংলগ্ন মেঘনা-ডাকাতিয়া নদীর মোহনায় এমভি লামিয়া লঞ্চের ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। এতে এক নারী যাত্রী নিখোঁজ রয়েছেন। ডুবে যাওয়া ট্রলারটিতে ১০/১২ জন যাত্রী ছিলেন। এর মধ্যে তিন জন আহত হয়ে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও জানান, ওই লঞ্চটি শরীয়তপুর থেকে চাঁদপুর হয়ে ঢাকার দিকে যাওয়ার কথা ছিল। ট্রলারটি নদীর ওপাড় থেকে এপাড়ে ১০/১২ জন যাত্রী নিয়ে আসছিল। নৌপুলিশ লঞ্চটিকে মতলবের মোহনপুরে আটক করে চাঁদপুর নদী বন্দর লঞ্চ টার্মিনালে নিয়ে আসছে।