• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    মেজাজ হারিয়ে নতুন বিতর্কে জড়ালেন রোনালদো

    মেজাজ হারিয়ে নতুন বিতর্কে জড়ালেন রোনালদো

    গাজীপুর টিভি ডেস্ক | ২৫ এপ্রিল ২০২৩ | ৬:১৯ অপরাহ্ণ

    খারাপ সময় যেন পিছুই ছাড়ছে না ক্রিশ্চিয়ানো রোনালদোর। গোলের দেখা তো পাচ্ছেনই না, এর মধ্যে একের পর এক বিতর্কে নাম উঠছে পর্তুগিজ মহাতারকার।

    এবার কিং কাপ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আল ওয়েদার বিপক্ষে হারের ম্যাচে নতুন করে বিতর্কে জড়ালেন সিআর সেভেন। ম্যাচের হাফটাইমে সাপোর্ট স্টাফের সঙ্গে ঝামেলা করেন তিনি।

    সোমবার রাতে কিং কাপ চ্যাম্পিয়নশিপে আল নাসর খেলতে নেমেছিল আল ওয়াদার বিপক্ষে। ম্যাচের ২৩ মিনিটেই পিছিয়ে পড়ে রোনালদোর দল।

    এরপর ৫৩ মিনিটে আল ওয়েদা দশজনের দলে পরিণত হলেও লড়াইয়ে ফিরতে পারেনি আল নাসর। রোনালদো বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোল করে দলকে বাঁচাতে পারেননি। ফলে সেমি থেকেই বিদায় হয়ে যায় তার ক্লাবের।

    ১-০ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছিল আল নাসর। এরপরই ড্রেসিংরুমের দিকে যাওয়ার সময় সাপোর্ট স্টাফের সঙ্গে খারাপ ব্যবহার করেন রোনালদো। যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে প্রবল সমালোচনা।

    গত মাসে সৌদি প্রো লিগে আল ইতিহাদের কাছে হারের পর বোতলে লাথি দিয়ে সমালোচনায় পড়েছিলেন রোনালদো। কদিন আগে অশ্লীল অঙ্গভঙ্গি করে পড়েন ফের তোপের।

    এরই মধ্যে নতুন করে আলোচনায় পর্তুগিজ সুপারস্টার। সৌদিতে কি দিনকে দিন কোণঠাসা হয়ে পড়ছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা?

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০