• আজ শনিবার
    • ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি

    মেয়েকে পুড়িয়ে হত্যা করল মা

    গাজীপুর টিভি ডেস্ক | ২৮ মে ২০২১ | ১১:৫৩ অপরাহ্ণ

    গাজীপুরে মায়ের দেয়া আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন উম্মে হুমায়রা বিজলী (১৭) নামে এক কিশোরী মারা গেছেন। ঘটনার পাঁচদিন পর গত বুধবার ঢাকার শেখ হাসিনা বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

    হুমায়রা বিজলী গাজীপুর সিটি করপোরেশন এলাকার একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তাদের গ্রামের বাড়ি বরিশালের মুলাদী থানার বাহাদুরপুরে।

    তার বাবা বজলুর রহমান একটি কারখানায় সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত, বাবার চাকরি সূত্রে গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন চান্দনা গ্রামের বুড়ির মোড় এলাকায় মা, বাবা সাথে ভাড়া বাসায়  বসবাস করত বিজলী।

    এদিকে, মেয়ের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে হত্যার ঘটনায় নিহতের বাবা বজলুর রহমান বাদী হয়ে বাসন থানায় মামলা দায়ের করেছেন। এতে নিজের স্ত্রী হেলেনা বেগমকে আসামি করেছেন তিনি।

    মামলার পর বৃহস্পতিবার (২৭ মে) হেলেনা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৮ মে) আসামি হেলেনা বেগমকে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ নাজমুন নাহারের আদালতে হাজির করা হয়। আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

    বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০