- আজ বুধবার
- ১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ৩রা সফর ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ২২ সেপ্টেম্বর ২০২১ | ১০:৩৭ পূর্বাহ্ণ
আফগানিস্তানে মেয়েদের স্কুলে না যেতে দেয়াকে ইসলামবিরোধী বলছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
ইমরান খান বলেছেন, তালেবান সরকারকে পাকিস্তানের স্বীকৃতি পেতে হলে নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। আশা করেন শিগগিরই মাধ্যমিক স্তরে মেয়েদের স্কুলে যাওয়ার অনুমতি দেবে তালেবান। বলেন, আমার ধারণা তারা মেয়েদের স্কুলে যাওয়ার অনুমতি দেবে। মেয়েরা শিক্ষিত হবে না, এমন ধারণা ইসলামসম্মত নয়। এর সঙ্গে ধর্মের সম্পর্ক নেই। তালেবান নেতারা বলে আসছেন, ইসলামি আইনের কাঠামোর মধ্য দিয়ে নারীর অধিকারকে সম্মান করা হবে।
এদিকে তালেবানকে বয়কট না করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ। মঙ্গলবার জাতিসংঘ অধিবেশনে এ আহ্বান জানান তিনি।