- আজ রবিবার
- ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৪ সেপ্টেম্বর ২০২২ | ৩:৩৮ অপরাহ্ণ
খুলনার পাইকগাছায় মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেলচালক আবদুল হাকিম (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আজ রবিবার সকাল ৯টার দিকে উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া কপোতাক্ষ ব্রিজ রোডের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হাকিম উপজেলার পুরাইকাটি গ্রামের মৃত মাদার গাজীর ছেলে।
স্থানীয়রা জানান, একই এলাকার কোনা গাজীর ছেলে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে ধাক্কা দিলে বাইসাইকেলসহ পড়ে বৃদ্ধ আব্দুল হাকিমের মাথা ফেটে যায়। এসময় কান ও মুখ দিয়ে তার রক্তক্ষরণ হয়। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাইকগাছা থানার ওসি মো. জিয়াউর রহমান জানান, লাশের সুরতহাল রিপোট শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় মামলা হয়েছে।