• আজ শনিবার
    • ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি

    মোবাইল ফোনে ময়লা জমলে করণীয়

    মোবাইল ফোনে ময়লা জমলে করণীয়

    গাজীপুর টিভি ডেস্ক | ২১ অক্টোবর ২০২৩ | ১:২৯ অপরাহ্ণ

    অনেক প্রিমিয়াম ফোনের ক্যামেরা বাম্প ও পোর্টে প্রচুর ময়লা জমে। অনেক সময় কোম্পানিগুলো আইপি৬৭ বা আইপি৬৮ রেটিং দেয় না। কমদামি ফোনেই এমন হয়। আবার মিডরেঞ্জেও এমন দেখা যেতে পারে। তাই অনেক ফোনেই ঘন ঘন ময়লা জমতে পারে। সেজন্য আপনার কী করার আছে? চলুন জেনে নেই-

    >> মোবাইল মোছার জন্য একটা শুকনো রুমাল সঙ্গে রাখুন। ফোনের ধুলো দূর করতে এরচেয়ে কার্যকর আর কিছুই নেই।

    >> দু-এক ফোঁটা স্যানিটাইজার দিয়ে অনেক সময় ফোন মুছে নিতে পারেন। অবশ্যই সেটা কাপড়ে লাগিয়ে। তাহলে আপনার ফোন জীবাণুমুক্ত হবে এবং ময়লাও দূর হবে।
    >> হালকা ভেজা কাপড় দিয়ে আলতোভাবে পোর্ট ও অন্যান্য জায়গা পরিষ্কার করুন।

    >> হেডফোন জ্যাক আর চার্জার পোর্ট ইয়ারবাড দিয়েই পরিষ্কার করতে পারেন। তুলোটা সামান্য ভিজিয়ে নিতে পারেন।

    >> ফোনে ফাটা জায়গা থাকলে বা কোনো সমস্যা থাকলে অনেক সময় তা পরিষ্কার করা ঝুঁকিপূর্ণ ডিভাইসের জন্য। তাই সার্ভিস সেন্টারে নিয়ে যান।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০