- আজ বুধবার
- ২৬শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৯ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৯ই শাওয়াল ১৪৪৬ হিজরি
| ১৪ জুলাই ২০২১ | ১০:৫৮ পূর্বাহ্ণ
জয়পুরহাটের কালাইয়ে ‘ফ্রি ফায়ার’ গেইমে ব্যস্ত থাকা ছেলের মোবাইল ফোন ভাঙাকে কেন্দ্র করে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে স্বামী আজিবর রহমানের বিরুদ্ধে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পাঁচশিরা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আপন (১১) ও পরাণ (৯) নামে দুই সৎ ভাই মঙ্গলবার বিকালে মোবাইলে ‘ফ্রি-ফায়ার’ গেমে ব্যস্ত ছিল। এ সময় পরাণের মা চাতাল শ্রমিক সর্দার শাহিনুর আকতার (৩০) ছেলেকে দুই-তিনবার ডাক দেন। কিন্তু খেলায় ব্যস্ত থাকায় তারা শুনতে পায়নি। ফলে ছেলের কাছ থেকে মোবাইল নিয়ে আছাড় দিলে তা ভেঙে যায়।
কিছুক্ষণ পরে শাহিনুরের স্বামী চাতাল শ্রমিক আজিবর রহমান মনু বিষয়টি জেনে স্ত্রীকে মোবাইল ভাঙার কারণে মারপিট করে। এ ঘটনায় শাহিনুর গুরুতর আহত হন। পরে তাকে জেলার ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।