• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    মোরেলগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে পিটিয়ে স্বর্ণালংকার ছিনতাই

    মোরেলগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে পিটিয়ে স্বর্ণালংকার ছিনতাই

    গাজীপুর টিভি ডেস্ক | ২৬ অক্টোবর ২০২২ | ২:৩০ অপরাহ্ণ

    বাগেরহাটের মোরেলগঞ্জে এক স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে টাকা ও স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৯টার দিকে মোরেলগঞ্জ সদর বাজারের মুরগীপট্টিতে এ ঘটনা ঘটে। ঘটনার শিকার নিউ প্রভাত জুয়েলার্সের মালিক দিপক কর্মকারকে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৬ যুবককে রাতেই গ্রেফতার করেছে। এ ঘটনায় আজ বুধবার বেলা ১০টায় চাঁদাবাজি, মারপিট ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের হয়েছে।

    দিপক কর্মকার বলেন, ‘প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে স্থানীয় ৮-১০ জন যুবক আমাকে ধরে নিয়ে মারপিট করে সাথে থাকা স্বর্ণালংকার, টাকা ও দোকানের প্রায় ৩০ লাখ টাকা মূল্যের অলংকারের ব্যাগ ছিনিয়ে নেয়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে অলংকারের ব্যাগটি ফেরত দিলেও নগদ ২০ হাজার টাকা, একটি স্বর্ণের চেইন ও মানিব্যগ ফেরত পাইনি।’

    এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট ও ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের হয়েছে। এজাহার নামীয় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০