• আজ রবিবার
    • ২৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৬ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    মোহিনীর সঙ্গে প্রেমের সম্পর্কে এ আর রহমান!

    মোহিনীর সঙ্গে প্রেমের সম্পর্কে এ আর রহমান!

    গাজীপুর টিভি ডেস্ক | ২০ নভেম্বর ২০২৪ | ৫:১৪ অপরাহ্ণ

    ২৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে সম্প্রতি এ আর রহমান এবং তার স্ত্রী সাইরা বানু বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। এই খবরের রেশ কাটতে না কাটতেই রহমানের ব্যান্ডের বিখ্যাত বেজিস্ট ও সহকর্মী মোহিনী দে তার স্বামী মার্ক এর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন।

    মোহিনী দে, ভারতের একজন প্রতিভাবান বেজিস্ট এছাড়াও তিনি জেসন রিচার্ডসন, জাকির হুসেন, উইলো স্মিথ, শিবামনি, জর্ডান রুডেস, এবং স্টিভ ভাই-এর মতো বিখ্যাত শিল্পীদের সঙ্গেও কাজ করেছেন। রহমানের সঙ্গে “গানবাংলা উইন্ড অব চেঞ্জ” এবং “কোক স্টুডিও” ছাড়াও দেশে-বিদেশে প্রায় ৪০ টি শো-তে পারফর্ম করেছেন তিনি। ২০২৩ সালের আগস্ট মাসে নিজের অ্য়ালবাম প্রকাশ করেছেন।

    মোহিনী ইনস্টাগ্রামে পোস্ট করেন, “আমার প্রিয় বন্ধু,পরিবার এবং অনুরাগীরা, দুঃখের সাথে জানাচ্ছি যে মার্ক এবং আমি পারস্পরিক সম্মতির ভিত্তিতে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমরা এখনো ভালো বন্ধু, কিন্তু আমাদের জীবনের চাহিদাগুলো ভিন্ন হয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত আমাদের জন্য প্রয়োজনীয় ছিল।” আমরা একসঙ্গে বিভিন্ন প্রকল্পে কাজ চালিয়ে যাব, যেমন ‘মামোগি’ এবং ‘মোহিনী দে গ্রুপ’। আমাদের কাজের সম্পর্ক আগের মতোই থাকবে।”

    মোহিনী ভক্তদের কাছে অনুরোধ করে বলেন, ‘এই কঠিন সময়ে আমাদের সিদ্ধান্তকে সম্মান করুন এবং নেতিবাচক মন্তব্য করা থেকে বিরত থাকুন।’

    এই খবর জানার পর সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একজন রেডিট ব্যবহারকারী রসিকতা করে লিখেছেন, “রহমান এবং তার টিম হয়তো ডিভোর্স ল’ইয়ারের সাথে পুরো রাত কাটিয়েছেন।” মোহিনী পোস্টের কমেন্ট সেকশন বন্ধ রাখলেও, কটাক্ষে ভরিয়েছেন নেট-নাগরিকরা। একজন লেখেন, এবার রহমান আর মোহিনী একসঙ্গে নতুন বিয়ের ঘোষণা করলেও আমি অবাক হবোনা।

    বলা হচ্ছে মোহিনী ও এ আর রহমান পরকীয়ায় সম্পৃক্ত ছিলেন। সেই সম্পর্ককে বৈধতা দিতেই তারা নিজেদের চলমান সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন।

    সূত্র-ডিএনএ ইন্ডিয়া

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১