- আজ শনিবার
- ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ১৮ই শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০১ মার্চ ২০২৩ | ৭:৩৬ অপরাহ্ণ
বর্তমান প্রেক্ষাপটে বিভিন্ন কোম্পানির শুভেচ্ছাদূত হিসেবে দেখা যায় বিভিন্ন তারকাকে। এ ধারাবাহিকতায় এবার ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের সঙ্গে যুক্ত হলেন অভিনেতা সিয়াম ও অভিনেত্রী মেহজাবীন। ম্যারিকো বাংলাদেশের প্যারাসুট অ্যাডভান্সড অ্যালো ভেরা হেয়ার অয়েলের শুভেচ্ছাদূত হিসেবে দেখা যাবে এই দুই তারকাকে।
অনুভূতি প্রকাশ করে শুভেচ্ছাদূত মেহজাবীন চৌধুরী বলেন, ‘প্যারাসুট অ্যাডভান্সড অ্যালো ভেরা হেয়ার অয়েল আমার পছন্দের একটি ব্র্যান্ড। এর খাঁটি নারিকেল তেল যেমন আমার চুলে পুষ্টি যোগায়, অপরদিকে অ্যালো ভেরা চুল করে সিল্কি। এই ব্র্যান্ডের সাথে কাজ নিয়ে আমি ভীষণ এক্সাইটেড এবং ভবিষ্যতে আরও ভালো কিছু হবে বলে আশাবাদী।’
সিয়াম আহমেদ বলেন, ‘চুল অত্যন্ত মূল্যবান এবং এটি সৌন্দর্যের প্রতীক। প্যারাসুট অ্যাডভান্সড বিগত এক দশকেরও বেশি সময় ধরে দেশের সবচেয়ে পছন্দের হেয়ার অয়েল ব্র্যান্ড হিসেবে সমাদৃত। এমন একটি ব্র্যান্ডের সাথে যুক্ত হতে পেরে আমি আনন্দিত এবং ভবিষ্যতে ব্র্যান্ডটির সাথে আরও সুন্দর সুন্দর কাজ উপহার দেওয়া নিয়ে আমি আশাবাদী।’