• আজ বৃহস্পতিবার
    • ১৮ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১লা মে ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১লা জিলকদ ১৪৪৬ হিজরি

    যত দিন প্রয়োজন ইউক্রেনকে সমর্থন দিবে জি-৭

    যত দিন প্রয়োজন ইউক্রেনকে সমর্থন দিবে জি-৭

    গাজীপুর টিভি ডেস্ক | ১৭ নভেম্বর ২০২৪ | ৫:৪৫ অপরাহ্ণ

    আবারও প্রতিশ্রুতি দিয়েছেন জি-৭ জোটের নেতারা। যত দিন প্রয়োজন ইউক্রেনকে সমর্থন দেওয়া হবে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আলোচনার মাধ্যমে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ বন্ধ করতে চান। এ বিষয়ে সম্প্রতি এক রেডিও সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, আগামী বছরের মধ্যেই কূটনৈতিক প্রচেষ্টায় যুদ্ধের ইতি টানতে তিনি প্রস্তুত।

    জেলেনস্কি বলেছেন, তার পক্ষ থেকে রাশিয়ার আগ্রাসন বন্ধ করতে সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টা নেওয়া হবে। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নিলে যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনার কথাও বলেন তিনি। ট্রাম্প ইতিমধ্যে বলেছেন, ইউক্রেন যুদ্ধের অবসান দ্রুত চান তিনি। তবে ইউক্রেনের দখলকৃত ভূমি রাশিয়ার হাতে থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

    জেলেনস্কি আরও জানান, সম্প্রতি ট্রাম্পের সঙ্গে তার একটি ফোনালাপ হয়েছে। সেই আলোচনায় তিনি এমন কোনো সংকেত পাননি, যা তাদের অবস্থান পরিবর্তন করতে পারে। অন্যদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, যদি কিয়েভ দখলকৃত ভূখণ্ড সমর্পণ করে, তবেই মস্কো কোনো চুক্তিতে সম্মত হবে।

    গত শুক্রবার পুতিনের সঙ্গে ফোনালাপ করেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ। পুতিন এই আলাপচারিতায় বলেন, ন্যাটোর বিস্তারের মতো মূল কারণগুলো সমাধান না হলে চুক্তি সম্ভব নয়। দীর্ঘ প্রায় দুই বছর পর এই দুই নেতার মধ্যে ফোনালাপটি অনুষ্ঠিত হয়।

    জি-৭ নেতারা এক বিবৃতিতে উল্লেখ করেছেন, রাশিয়া বর্তমানে ন্যায় ও স্থায়ী শান্তির পথে একমাত্র বাধা। জোটের পক্ষ থেকে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা, রপ্তানি নিয়ন্ত্রণ এবং অন্যান্য কার্যকর ব্যবস্থার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।

    জি-৭ জোটে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র অন্তর্ভুক্ত। পালাক্রমে জোটের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে বিভিন্ন সদস্য দেশ। বর্তমানে প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছে ইতালি।

    আগামী জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগেই ইউক্রেন আরও বেশি পশ্চিমা অস্ত্র এবং তহবিল সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন কিয়েভের প্রতি সমর্থন আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১