• আজ বুধবার
    • ২৫শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
    • ৯ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১১ই মহর্‌রম ১৪৪৭ হিজরি

    যদি জনগণ চায়, নির্বাচন করবো: জাহাঙ্গীর

    যদি জনগণ চায়, নির্বাচন করবো: জাহাঙ্গীর

    গাজীপুর টিভি ডেস্ক | ১৫ এপ্রিল ২০২৩ | ৫:৩৮ অপরাহ্ণ

    গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান।

    দলীয় মনোনয়ন না পেয়ে সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলম এক প্রতিক্রিয়া বলেছেন, ‘এলাকার নাগরিক ও ভোটার যদি চায়, তবে আমি তাদের নিরাশ করবো না। তারা চাইলে আমি নির্বাচন করব। জনগণ চাইলেই কেবল মেয়র পদে নির্বাচন করবো।’

    শনিবার (১৫ এপ্রিল) দুপুরে জাহাঙ্গীর আলমের ছয়দানা এলাকার বাসভবনে গিয়ে দেখা যায়, বেশকিছু নেতাকর্মী বাড়ির নিচতলা এবং দোতালায় অবস্থান করছেন। সবার মাঝে হতাশার ছাপ। সবার বিশ্বাস ছিল এবারও মনোনয়ন পাবেন জাহাঙ্গীর আলম। এখন তারা জাহাঙ্গীরের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন।

    আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আজমত উল্লাহ খান, জাহাঙ্গীর আলমসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৭ নেতা মনোনয়ন প্রত্যাশী ছিলেন। শনিবার দলীয় মনোনয়ন বোর্ড গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খানকে মেয়র পদে প্রার্থী ঘোষণা করে।

    জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যানুযায়ী, আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সিটির ৫৭টি ওয়ার্ডে মোট ভোটার ১১ লাখ ৮৪ হাজার ৩৬৩ জন। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৭ এপ্রিল। মনোনয়ন বাছাই ৩০ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৮ মে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১