- আজ শুক্রবার
- ৩রা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১০ নভেম্বর ২০২১ | ১:৪৯ অপরাহ্ণ
যশোরে চালককে গলা কেটে হত্যার পর ইজিবাইক নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৯ নভেম্বর) মধ্যরাতে সদর উপজেলার ঘুরুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইজিবাইক চালক আব্দুল্লাহ (২২) যশোর সদর উপজেলার সুলতানপুর উত্তরপাড়ার মোজাদুল জামানের ছেলে। রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত আব্দুল্লাহর ভাই শফিকুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘুরুলিয়া মাঠে এসে আব্দুল্লাহর গলাকাটা মরদেহ শনাক্ত করি। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।
তিনি জানান, ইজিবাইকে যাত্রী নিয়ে আবদুল্লাহ ঘুরুলিয়া থেকে শহরে যাতায়াত করেন। রাতে যাত্রী নিয়ে ঘুরুলিয়া ফেরার পথে এই ঘটনা ঘটতে পারে। দুর্বৃত্তরা তাকে হত্যা করে ইজিবাইক নিয়ে গেছে।
এ ব্যাপারে যশোর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি রুপন কুমার সরকার জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।