- আজ শনিবার
- ২২শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৫ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৪ঠা শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৮ এপ্রিল ২০২১ | ৪:২০ পূর্বাহ্ণ
যশোরে শনিবার ভোরে শহরের রেল রোডে (চারখাম্বার মোড়) অবস্থিত শেখ রাসেল ভাস্কর্য উদ্দেশ করে ইটপাটকেল ছুড়ে ভাংচুর করা হয়। তবে ভাস্কর্যের কোনো ক্ষতি হয়নি।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম বলেন, শনিবার ভোরের দিকে যশোর শহরের রেল রোডের শেখ রাসেল চত্বরে অবস্থিত শিশু রাসেল ভাস্কর্য লক্ষ্য করে ইট ছুড়ে মারে আজিম ফকির। এতে ভাস্কর্যের চারিদিকে আটকানো গ্লাসের এক পাশ ভেঙে পড়ে যায়।
কোতোয়ালি থানা পুলিশ তাৎক্ষনিকভাবে গিয়ে ঘটনাস্থল থেকে আজিম ফকিরকে আটক করেছে। তবে ভাস্কর্যের কোনো ক্ষতি হয়নি। ভাস্কর্যের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি আরও বলেন, আজিম ফকিরের কথাবার্তা অসংলগ্ন। এর আগে মাদক মামলায় জেলও খেটেছে। এ ঘটনায় তার নামে মামলা হয়েছে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |