- আজ বৃহস্পতিবার
- ২৭শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ১০ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৯ই শাওয়াল ১৪৪৬ হিজরি
| ০৮ জুলাই ২০২১ | ৯:০৬ পূর্বাহ্ণ
হাসপাতালে ঠাঁই নেই। তাই চিকিৎসা চলছে বারান্দা, গাছতলা, এমনকি রাস্তায়। করোনা রোগী বাড়ায়, সেবা পেতে ভোগান্তির অন্ত নেই যশোর জেনারেল হাসপাতালে। রোগীর সাথে ভোগান্তিতে স্বজনরাও।
যশোর জেনারেল হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ডে জায়গা নেই। বাধ্য হয়ে চিকিৎসা নিতে হচ্ছে হাসপাতালের বারান্দায়।
শুধু তাই নয়, কেউ কেউ সেবা নিচ্ছেন গাছতলায়; কারও আবার ঠাঁই মিলেছে পথের ধারেই। অনেকে যে ভ্যানে এসেছেন সেই ভ্যানের ওপরেই চলছে চিকিৎসা।
আবার জায়গা না পেয়ে চিকিৎসা না নিয়েই ফিরে গেছেন, এই সংখ্যাটাও কম নয়।
অভিযোগের অন্ত নেই নমুনা দিতে আসা ব্যক্তিদেরও। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেকে দিতে পারছেন না নমুনা।
যশোর জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান বলছেন, আইসোলেশন ওয়ার্ডে বেডেছে করোনা রোগীর চাপ। তবে অক্সিজেনের সংকট নেই বলে দাবি তাদের।