- আজ শুক্রবার
- ৩রা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ১৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২১শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৩ এপ্রিল ২০২১ | ৯:৩৮ পূর্বাহ্ণ
নারীদের জন্য অ্যাপভিত্তিক পরিবহন সলিউশন ‘শাটল’ এবার বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠানের কর্মীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নিয়ে এসেছে নতুন সেবা ‘শাটল ফর বিজনেস’।
কোভিড-১৯ এর হাত থেকে বাঁচতে নিরাপদ পরিবহন একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। শাটল’র সিইও রিয়াসাত চৌধুরী বলেন, ‘মহামারি চলাকালে কর্মীদের নিরাপদ পরিবহন নিয়ে যেন ভাবতে না হয়, আমরা সে দিকটি নিশ্চিত করছি।’
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শাটলের গাড়িগুলো প্রতিদিন দুইবার করে স্যানিটাইজ করা হয় এবং চালকরা সবসময় মাস্ক ও গ্লাভস ব্যবহার করেন। গাড়িগুলোতে যাত্রীদের জন্যও রয়েছে স্যানিটাইজার, মাস্ক ও গ্লাভসের ব্যবস্থা।
অ্যাপভিত্তিক এই সেবাটির মাধ্যমে যাত্রীরা গাড়ি ট্র্যাক করা, রাইড বুক বা বাতিল করা এবং চালক সম্পর্কে সামগ্রিক তথ্য জানতে পারবেন।
ইতোমধ্যে ১০টির বেশি কোম্পানিকে সেবা প্রদান করছে শাটল।
সেবাগ্রহণে ইচ্ছুক কোম্পানিগুলো এই-http://shuttlebd.com/ লিঙ্কে সাইন আপ করতে পারবে।