• আজ সোমবার
    • ১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৮শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৩০শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    যাত্রীবাহী বিমান ধ্বংসের ঘটনায় ইরানকে ক্ষতিপূরণের নির্দেশ

    গাজীপুর টিভি ডেস্ক | ০৫ জানুয়ারি ২০২২ | ৪:৪৫ অপরাহ্ণ

    দু’বছর আগে ইউক্রেনের এক যাত্রিবাহী বিমানে ভুলবশত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ধ্বংস করেছিল ইরান। সেই ঘটনায় নিহত হয়েছিলেন ১৭৬ জন। তার মধ্যে ছিলেন একই পরিবারের ৬ জন। তাদের পরিবারকে সুদ-সহ ৮ কোটি ৪০ লাখ ডলার ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন কানাডার অন্ট্যারিওর এক আদালত।

    ঘটনার দিন ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ওই বিমানটি মাত্র তেহরান থেকে যাত্রা শুরু করেছিল। তাতে যাত্রী-ক্রুসহ ছিলেন মোট ১৭৬ জন। তার মধ্যে ৫৫ জন কানাডার নাগরিক। এছাড়া আরও ৩০ জনের কানাডার স্থায়ীভাবে বসবাসের অনুমোদন ছিল। আমেরিকার সঙ্গে উত্তেজনার জেরে ভুলবশত ওই বিমানটিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। নিহতদের মধ্যে ছিলেন একটি পরিবারের ৬ সদস্য। যাদের পরিজন ইরানের বিরুদ্ধে অন্ট্যারিওর এক আদালতের দ্বারস্থ হয়েছিলেন।

    গত বছর অন্ট্যারিওর ওই আদালত জানায়, যাত্রিবাহী ওই বিমানের ওপরে হামলা সন্ত্রাসের সঙ্গে তুলনীয়। নিহতের পরিজনেরা ক্ষতিপূরণের দাবি জানাতে পারেন। সেই মামলায় গত ৩১ ডিসেম্বর ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন বিচারক এডওয়ার্ড বেলোবাবা। সঙ্গে জানান, আর্থিক ক্ষতিপূরণ কোনওভাবেই প্রাণের বিকল্প হতে পারে না।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১