- আজ সোমবার
- ২৪শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
- ৭ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ৬ই শাওয়াল ১৪৪৬ হিজরি
| ০৯ জুলাই ২০২১ | ৮:৩৭ অপরাহ্ণ
গাজীপুর মহানগর এলাকার যানজট এড়াতে সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলমের উদ্যোগে ঈদের আগেই চালু হতে যাচ্ছে সুকুন্দি-টঙ্গী বিকল্প সড়ক। বহু বাধা-চ্যালেঞ্জ মোকাবিলা করে দীর্ঘ আড়াই মাস ধরে রাত-দিন কর্মযজ্ঞ চালিয়ে জনগুরুত্বপূর্ণ সড়কটির কাজ এগিয়ে নিয়ে গেছেন মেয়র।
মহানগরীর সুকুন্দিরবাগ ব্রিজ থেকে বনমালা রেলগেট হয়ে টঙ্গী পর্যন্ত এ সড়কটি চালু হলে এই এলাকার লোকজনের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে। ঈদুল আজহায় ঢাকা-ময়মনসিংহ এবং ঢাকা-সিলেট রুটের যানজট এড়িয়ে লোকজন নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারবেন। এই সড়কটির কাজ শেষ করতে সিটি মেয়র রাত-দিন সময় দিচ্ছেন। প্রতিদিন নিজে উপস্থিত থেকে স্থানীয়দের নিয়ে সড়কের কাজ তদারকি করছেন।
বিআরটি প্রকল্পে নির্মাণাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিকল্প হিসেবে গাজীপুর শহর থেকে ধীরাশ্রম-বনমালা-টঙ্গী হয়ে রাজধানী ঢাকা যাওয়ার গুরুত্বপূর্ণ এ সড়কটির নির্মাণকাজ বর্তমানে দ্রুতগতিতে এগিয়ে চলছে। সম্পূর্ণ বিলের ওপর দিয়ে ২০-২৫ ফুট উঁচু ও ৬০ ফিট প্রশস্ত এ সড়কটির কাজ শুরু হয় মাত্র দুই-আড়াই মাস আগে। বৃহস্পতিবার বিকালে এ সড়কটির ব্রিক্স সলিংয়ের কাজ উদ্বোধন করেন সিটি মেয়র মো. জাহাঙ্গীর আলম। এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরসহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. সফিউদ্দিন সফি জানান, বিকল্প এ সড়কটি চালু হলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচলের চাপ যেমন কমবে, তেমনি টঙ্গী থেকে গাজীপুর শহরে স্বল্প সময়ের মধ্যে আসা-যাওয়া সম্ভব হবে।
এ বিষয়ে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম বলেন, আমরা নগরবাসীর উন্নয়ন ও কল্যাণের জন্য কাজ করে যাচ্ছি। এ সড়কটি গাজীপুরের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগমাধ্যম। দীর্ঘদিন বন্ধ ছিল। আশা করছি আসন্ন ঈদুল আজহার আগেই বিকল্প এ সড়কটি চালু করতে পারব। এটি যানবাহন চলাচলের উপযোগী হলে নগরবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্নপূরণ হবে। এই অঞ্চলের মানুষের কষ্ট লাঘব হবে। সেই সঙ্গে যোগাযোগব্যবস্থায় বড় পরিবর্তন আসবে।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |