• আজ শুক্রবার
    • ২১শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৪ঠা এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৩রা শাওয়াল ১৪৪৬ হিজরি

    যারা ভারতকে হারাতে পারে, তারা হচ্ছে নিউজিল্যান্ড : রবি শাস্ত্রী

    যারা ভারতকে হারাতে পারে, তারা হচ্ছে নিউজিল্যান্ড : রবি শাস্ত্রী

    গাজীপুর টিভি ডেস্ক | ০৯ মার্চ ২০২৫ | ২:০৮ অপরাহ্ণ

    চ্যাম্পিয়ন্স ট্রফির চলতি আসরে অপরাজেয় থেকে আজ ফাইনাল খেলবে ভারত। দুবাইয়ের ফাইনালে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। কিউইদের বিপক্ষেই ২০০০ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হেরে শিরোপা উঁচিয়ে ধরা হয়নি ভারতের।

    আরেকটি ফাইনালে মাঠে নামার আগে তাই হয়তো শঙ্কা জাগছে রবি শাস্ত্রীর মনে। এ জন্যই জানিয়েছেন, ভারতকে হারাতে পারলে এই নিউজিল্যান্ডই হারাবে। ‘দ্য আইসিসি রিভিউকে’ ভারতের সাবেক অলরাউন্ডার বলেছেন, ‘যদি এমন কোনো দল থাকে যারা ভারতকে হারাতে পারে, তারা হচ্ছে নিউজিল্যান্ড। তাই ফেভারিট হিসেবে ভারত খেলা শুরু করলেও সেটা সামান্য ব্যবধানে এগিয়ে।’

    ফাইনালে ম্যাচের মোমেন্টাম ঘুরে দিতে পারেন এমন ব্যাটার হিসেবে বিরাট কোহলি ও কেন উইলিয়ামসনের নাম বলেছেন শাস্ত্রী। ভারতীয় কিংবদন্তি, ‘যখন কোহলির মতো খেলোয়াড়রা ছন্দে থাকে এবং তাদের ১০ রান করার সুযোগ দিলে তারা আপনাকে বিপদে ফেলবে। সেটা উইলিয়ামসন হোক আর কোহলি।’

    উইলিয়ামসন ছাড়াও নিউজিল্যান্ডের তরুণ ব্যাটটার রাচিন রবীন্দ্রকে ভয়ংকর মনে করছেন শাস্ত্রী। বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে কাজ করা সাবেক অলরাউন্ডার বলেছেন, ‘নিউজিল্যান্ডের দিক থেকে উইলিয়ামসনের নামই বলব। আরেক জনের নাম বললে রবীন্দ্র। অবিশ্বাস্য এক তরুণ ক্রিকেটার। তারা যখন দারুণ শুরু করবে এবং ফাইনালে ১০-১৫ রান করতে পারলে আপনাকে দ্বিগুণ বিপদে ফেলবে। রবীন্দ্রর বয়স সবে ২৫ বছর। ইতিমধ্যে আইসিসির ওয়ানডে সংস্করণে ৫টি সেঞ্চুরি করেছে। সর্বকণিষ্ঠ হিসেবে কীর্তি গড়েছে।’

    Comments

    comments

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০