• আজ সোমবার
    • ২৪শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
    • ৭ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৬ই শাওয়াল ১৪৪৬ হিজরি

    যুক্তরাজ্যে খেলার মাঠ থেকে ১৭৫ বোমা উদ্ধার

    যুক্তরাজ্যে খেলার মাঠ থেকে ১৭৫ বোমা উদ্ধার

    গাজীপুর টিভি ডেস্ক | ১২ ফেব্রুয়ারি ২০২৫ | ৫:২৩ অপরাহ্ণ

    যুক্তরাজ্যের ইংল্যান্ডের উত্তরাঞ্চলীয় জেলা নর্থাম্বারল্যান্ডের উলার শহরে একটি পার্কের মাটির নিচ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে পুঁতে রাখা অন্তত ১৭৫টি যুদ্ধবোমা উদ্ধার করা হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন সেখানে আরও অনেক তাজা এবং অবিস্ফোরিত বোমা থাকার সম্ভাবনা রয়েছে। এই বোমাগুলো এখনো সক্রিয় এবং বিস্ফোরণের ক্ষমতা রাখে।

    স্থানীয় প্রশাসনের বরাতে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানিয়েছে, উলার প্যারিশ কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে চলতি বছরের জানুয়ারির শেষ দিকে বোমাগুলোর অস্তিত্ব সম্পর্কে প্রথম তথ্য পাওয়া যায়। এরপর ফেব্রুয়ারির শুরুতে আনুষ্ঠানিকভাবে খননকাজ শুরু হয়। বিশেষজ্ঞরা মনে করছেন, মাটির নিচে এখনো আরও অনেক বোমা রয়ে গেছে।

    প্যারিশ কাউন্সিলের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘উদ্ধার করা প্রতিটি বোমার ফিউজ, ডেটোনেটর এবং অন্যান্য অভ্যন্তরীণ উপাদান অক্ষত রয়েছে। এগুলো এতটাই বিধ্বংসী যে, কয়েকটি বিস্ফোরিত হলেই ভয়াবহ ধ্বংসযজ্ঞ ঘটতে পারে।’

    উলার শহরে শিশুদের জন্য ‘স্কটস পার্ক’ নামে একটি পার্ক রয়েছে। যেখানে বোমাগুলো পাওয়া গেছে, সেটি পার্কের ঠিক পাশেই অবস্থিত। পার্কটি সম্প্রসারণের পরিকল্পনার অংশ হিসেবে সরকার সেই জমিটি প্যারিশ কাউন্সিলকে বরাদ্দ দেয় এবং ২০২৩ সালের ডিসেম্বরে ব্রিটিশ সরকার এ প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করে।

    সেই অনুযায়ী জানুয়ারির শেষ দিকে পার্ক সম্প্রসারণের কাজের জন্য খনন শুরু করা হয়। কিন্তু অল্প কিছুক্ষণ মাটি খোঁড়ার পরই একের পর এক বোমার সন্ধান পাওয়া যায়, যা সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করে দেয়। বিশেষজ্ঞরা এখন এলাকা পরীক্ষা করে দেখছেন এবং সম্ভাব্য বিপদ মোকাবেলার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০