- আজ বৃহস্পতিবার
- ১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ৩রা সফর ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ১৭ জানুয়ারি ২০২২ | ১২:০৯ অপরাহ্ণ
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি যুক্তরাজ্যে ফিরে গেছেন। গতকাল রবিবার রাত সাড়ে ৯টার একটি ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন।
জানা যায়, শাশুড়ি খালেদা জিয়ার অসুস্থতার খবর পেয়ে গত বছরের ২৫ অক্টোবর ঢাকায় আসেন কোকোর স্ত্রী শর্মিলা। প্রায় তিন মাস ঢাকায় থাকার পর গতকাল রবিবার রাতে তিনি যুক্তরাজ্যে ফিরে গেছেন।
এ বিষয়ে বিএনপির একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত শনিবার জাহিয়া রহমান ও গতকাল রবিবার তার মা শর্মিলা রহমান যুক্তরাজ্যে ফিরে গেছেন। দু’জনের আলাদা ফ্লাইটে টিকিট পাওয়ার কারণে আলাদা গেছেন।
প্রসঙ্গত, ২০১৫ সালের ২৫ জানুয়ারি মালয়েশিয়ায় অবস্থানকালে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা যান। এরপর থেকে যুক্তরাজ্যে থাকেন স্ত্রী শর্মিলা রহমান ও দুই মেয়ে। মাঝে মাঝে ঢাকায় এসে শাশুড়ি খালেদা জিয়ার বাসায় থাকেন।