• আজ বুধবার
    • ১লা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ১৬ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে মহর্‌রম ১৪৪৭ হিজরি

    যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করার কোনও আকাঙ্ক্ষা নেই : শি জিনপিং

    যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করার কোনও আকাঙ্ক্ষা নেই : শি জিনপিং

    গাজীপুর টিভি ডেস্ক | ১৫ নভেম্বর ২০২২ | ২:১৮ অপরাহ্ণ

    ক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করার কোনও ইচ্ছা চীনের নেই বলে মন্তব্য করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। গতকাল সোমবার ইন্দোনেশিয়ার বালিতে তিন ঘণ্টাব্যাপী বৈঠক করেন যুক্তরাষ্ট্র ও চীনের প্রেসিডেন্ট। সেখানেই নিজ দেশের এমন মনোভাবের কথা জানান শি জিনপিং। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

    চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে শি জিনপিং মার্কিন প্রেসিডেন্টকে বলেছেন, যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করার কিংবা বিদ্যমান আন্তর্জাতিক ব্যবস্থা বদলে দেওয়ার কোনও আকাঙ্ক্ষা বেইজিংয়ের নেই।

    চীন ও যুক্তরাষ্ট্রের সাফল্যকে পরস্পরের জন্য সুযোগ হিসেবেও আখ্যায়িত করেন শি জিনপিং। তিনি বলেন, যুক্তরাষ্ট্র পুঁজিবাদকে গ্রহণ করার সময়টিতে চীন সমাজতন্ত্রকে বেছে নিয়েছে। উভয় পক্ষেরই এই মতপার্থক্যকে সম্মান করা উচিত। কারও পক্ষেই পরস্পরের বিদ্যমান ব্যবস্থা বদলে দেওয়ার চেষ্টা করা উচিত নয়।

    এদিন বিশেষ করে তাইওয়ান ইস্যুতেও কথা বলেন শি জিনপিং। এটিকে চীন-মার্কিন সম্পর্কের ক্ষেত্রে রেড লাইন হিসেবে আখ্যায়িত করেন তিনি।

    চীনা প্রেসিডেন্ট বলেন, তার প্রত্যাশা ওয়াশিংটনের কথা ও কাজে মিল থাকবে। তারা এক চীন নীতি মেনে চলবে।

    হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়েছে, তাইওয়ানে ‘জবরদস্তিমূলক’ পদক্ষেপের বিষয়ে শি জিনপিংকে সতর্ক করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। বেইজিংয়ের ক্রমবর্ধমান আক্রমণাত্মক পদক্ষেপ এবং বাজারসুলভ নয় এমন অর্থনৈতিক অনুশীলনের ব্যাপারেও ওয়াশিংটনের আপত্তির বিষয়টি তুলে ধরেছেন তিনি। জিনজিয়াং, তিব্বত ও হংকংয়ে চীনের আচরণ এবং দেশটির সামগ্রিক মানবাধিকার পরিস্থিতির ব্যাপারেও যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করেছেন বাইডেন।

    জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটিই দুই নেতার প্রথম বৈঠক। এদিন বৈঠক শুরুর আগে হাসিমুখে করমর্দন করেন দুই প্রেসিডেন্ট। এ সময় বাইডেন শিকে বলেন, ‘আপনাকে দেখে খুব ভালো লাগছে।’

    রয়টার্সের খবরে বলা হয়েছে, বাইডেন চীনা প্রেসিডেন্টকে বলেছেন, পরাশক্তি হওয়ার প্রতিযোগিতাকে সংঘাতের দিকে নিয়ে যাওয়ার জন্য দুই দেশই দায়ী। সোশাল মিডিয়ায় দেওয়া পোস্টে বাইডেন বলেন, দুই দেশের মধ্যকার প্রতিযোগিতা যাতে সংঘর্ষের দিকে না গড়ায় সে বিষয়ে আমাদের দায়িত্ব নিয়ে কথা হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে প্রভাবিত করে, এমন চ্যালেঞ্জ মোকাবিলায় একযোগে কাজ করার উপায় খুঁজে বের করার বিষয়েও আমাদের আলোচনা হয়েছে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১