• আজ বৃহস্পতিবার
    • ১১ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২৪শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২৩শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    যুক্তরাষ্ট্রের নাগরিকদের অনতিবিলম্বে রাশিয়া ছাড়ার নির্দেশ

    যুক্তরাষ্ট্রের নাগরিকদের অনতিবিলম্বে রাশিয়া ছাড়ার নির্দেশ

    গাজীপুর টিভি ডেস্ক | ১৩ ফেব্রুয়ারি ২০২৩ | ৭:৩৮ অপরাহ্ণ

    রাশিয়ায় অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের অনতিবিলম্বে দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে নতুন করে দেশটি ভ্রমণ না করার পরামর্শও দেয়া হয়েছে।

    সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

    ইউক্রেন ইস্যু এবং রাশিয়ায় মার্কিন নাগরিকদের বিধিবহির্ভূত গ্রেফতার ও হয়রানির কারণে এমন পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন।

    প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোতে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে বলা হয়েছে-‘যেসব মার্কিনি রাশিয়ায় অবস্থান করছেন কিংবা ভ্রমণে গেছেন, তাদের অবিলম্বে দেশটি ছাড়া উচিত। কেউ রাশিয়া ভ্রমণ করবেন না’।

    অন্যায়ভাবে গ্রেপ্তার হওয়ার ঝুঁকি বৃদ্ধির কারণে সতর্কতা হিসেবে এমন পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানিয়েছে মস্কোয় মার্কিন দূতাবাস।

    মার্কিন দূতাবাসের দাবি, রাশিয়ার নিরাপত্তা বাহিনী মিথ্যা অভিযোগে মার্কিন নাগরিকদের গ্রেপ্তার করছে এবং বিশ্বাসযোগ্য প্রমাণ ছাড়াই তাদের দোষী সাব্যস্ত করছে। এছাড়া রাশিয়া গুপ্তচরবৃত্তির সন্দেহে মার্কিন যুক্তরাষ্ট্রের এক নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা চালু করেছে।

    ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্রদের সাথে বৈরি সম্পর্ক বিরাজমান রয়েছে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০