- আজ মঙ্গলবার
- ৯ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
- ২২শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
- ২২শে শাওয়াল ১৪৪৬ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ০৫ জুলাই ২০২৩ | ৫:৪২ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে ভারতের দূতাবাসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে ‘খালিস্তানি’ আন্দোলনের সমর্থকরা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার কড়া নিন্দা করেছে।
এদিকে কানাডার টরন্টোতেও খালিস্তানের সমর্থকরা একটি ‘ফ্রিডম র্যালি’র ডাক দিয়েছে। এ ঘটনায় দিল্লিতে কানাডার রাষ্ট্রদূতকে তলব করে ভারত সরকার প্রতিবাদ জানিয়েছে।
বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের পাঞ্জাবে ‘খালিস্তান’ নামে শিখদের পৃথক রাষ্ট্র গঠনের দাবিকে যারা সমর্থন করেন, বিদেশের মাটিতে তাদের যেসব তৎপরতা ভারতকে তীব্র অস্বস্তিতে ফেলছে, এগুলো তাতে সবশেষ সংযোজন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ‘মৌলবাদী ও উগ্রপন্থি’ খালিস্তানি আদর্শবাদ ভারতের জন্য যেমন ভালো নয়, তেমনি ভারতের মিত্র দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা বা অস্ট্রেলিয়ার জন্যও ভালো নয়। ওই চারটি দেশেই সম্প্রতি ভারতের দূতাবাস বা মিশনগুলো কয়েকবার খালিস্তানিদের হামলার মুখে পড়েছে।
বিবিসি বাংলা জানায়, সান ফ্রান্সিসকোতে গত শনিবার রাতে ভারতীয় কনস্যুলেটে একদল খালিস্তানি আচমকা হামলা চালায় বলে অভিযোগ। তারা দূতাবাসের একটি অংশে আগুনও ধরিয়ে দেয়।
তবে বার্তা সংস্থা এএনআই জানায়, সান ফ্রান্সিসকো ফায়ার ডিপার্টমেন্ট খুব দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ছুটির দিন হওয়ায় দূতাবাসের কর্মীরাও তখন কেউ কনস্যুলেট ভবনে ছিলেন না।
পরে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, সান ফ্রান্সিসকোর ভারতীয় কনস্যুলেটে ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টাকে যুক্তরাষ্ট্র কঠোর ভাষায় নিন্দা জানায়।
বিদেশের কোনো দূতাবাস প্রাঙ্গণে বা বিদেশি কূটনীতিকদের বিরুদ্ধে যেকোনো ধরনের হামলাকে যুক্তরাষ্ট্র যে গুরুতর ‘ফৌজদারি অপরাধ’ বলে গণ্য করে, সে কথাও তিনি মনে করিয়ে দেন।