• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ১৯শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    যুক্তরাষ্ট্রের হাইওয়েতে বিধ্বস্ত বিমান

    যুক্তরাষ্ট্রের হাইওয়েতে বিধ্বস্ত বিমান

    গাজীপুর টিভি ডেস্ক | ০৫ মার্চ ২০২৪ | ৬:৩৬ অপরাহ্ণ

    যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে অঙ্গরাজ্যের শহর কস্টকো স্টোরের কাছে একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় সোমবার (৪ মার্চ) রাতে দেশটির ন্যাশভিলে অঙ্গরাজ্যের একটি মহাসড়কে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন সেখানকার পুলিশ কর্মকর্তারা।

    মঙ্গলবার (৫ মার্চ) ইনডিপেনডেন্ট এর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

    প্রতিবেদনে বলা হয়, সোমাবার রাতে বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়। যদিও বিমান এবং এর ভেতরে থাকা যাত্রীদের সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

    পুলিশের মুখপাত্র ডন অ্যারন বলেন, দুর্ঘটনায় বিমানের বেশ কয়েকজন আরোহী নিহত হয়েছেন। তবে হতাহতের সঠিক সংখ্যা জানা যায়নি বলে জানান ওই কর্মকর্তা।

    মেট্রো ন্যাশভিল পুলিশ বিভাগ জানিয়েছে, বিমানটি ঠিক কি কারণে বিধ্বস্ত হয়েছে এবং এতে কতজন যাত্রী আহত ও নিহত হয়েছেন তা অনুসন্ধানের চেষ্টা করা হচ্ছে ।

    এদিকে হাইওয়েতে বিমান বিধ্বস্তের ঘটনায় মহাসড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। এতে করে যাত্রীদের বিকল্প পথে যাতায়াতের নির্দেশ দিয়েছেন টেনেসি ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনের মুখপাত্র রেবেকা হ্যামন্ডস।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০