• আজ রবিবার
    • ১৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
    • ৩রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
    • ৬ই সফর ১৪৪৭ হিজরি

    যুক্তরাষ্ট্রে বারে গুলিতে নিহত ৪

    যুক্তরাষ্ট্রে বারে গুলিতে নিহত ৪

    গাজীপুর টিভি ডেস্ক | ০২ আগস্ট ২০২৫ | ৭:০১ অপরাহ্ণ

    যুক্তরাষ্ট্রের মন্টানা অঙ্গরাজ্যের একটি বারে গুলিবর্ষণে চারজন নিহত হয়। শুক্রবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে অ্যানাকোন্ডা শহরের আউল বারে এ ঘটনা ঘটে। এদিকে শনিবার (২ আগস্ট) এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তি পালিয়ে বেড়াচ্ছে বলে দেশটির কর্তৃপক্ষ আল জাজিরার এক প্রতিবেদনে জানিয়েছে।

    যুক্তরাষ্ট্রের অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যুরো (এটিএফ) জানিয়েছে, তারা অ্যানাকোন্ডার একটি ব্যবস্থা প্রতিষ্ঠানে একাধিক ব্যক্তির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় মাঠে নেমেছে।

    জানা যায়, অ্যানাকোন্ডা এক সময় তামা গলনের প্রধান কেন্দ্র ছিল। দক্ষিণপশ্চিম মন্টানার এ শহরের জনসংখ্যা প্রায় ১০ হাজার, এটি মন্টানার অন্যতম গুরুত্বপূর্ণ শহর বোজম্যানের ১৭৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

    সন্দেহভাজনের নাম মাইকেল পল ব্রাউন বলে সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্টে বলেছে অ্যানাকোন্ডা-ডিয়ার লজ কাউন্টি আইনপ্রয়োগকারী কেন্দ্র। এছাড়াও সন্দেহভাজন এ ব্যক্তি সশস্ত্র ও বিপজ্জনক বলে ধারণা করা হচ্ছে। এমনকি তাকে দেখলে কাছে যাওয়ার দরকার নেই। মাইকেল পল ব্রাউনের সঙ্গে যোগাযোগের কোনো উপায় থাকলে ৯১১ তে জানান কর্মকর্তারা।

    এছাড়া কর্মকর্তারা অ্যানাকোন্ডার বাসিন্দাদেরকে তালা দিয়ে ঘরে অবস্থান করতে পরামর্শ দিয়েছেন।

    যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বার্তা সংস্থা বলছে, সন্দেহভাজন পল ব্রাউন বারের কাছেই থাকতেন, তার বয়স ৪৫ এবং এক সময় তিনি মার্কিন সেনাবাহিনীর সদস্য ছিলেন।

    এ বিষয়ে মন্টানার গভর্নর গ্রেগ জিয়ানফোর্ট জানিয়েছেন, তিনি ঘটনার প্রতিক্রিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কার্যক্রমের ওপর নিবিড় নজর রাখছেন।

    মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের সদস্যরা ঘটনাস্থলে আছেন এবং তদন্তে সহায়তা করছেন।

    মন্টানার সেনেটর স্টিভ ডেইনস স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, পুলিশি ড্রোনের সাহায্যে ‘চিরুনি অভিযান’ চলছে।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১