• আজ রবিবার
    • ৭ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
    • ২০শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
    • ২০শে শাওয়াল ১৪৪৬ হিজরি

    যুদ্ধের ইতি টানতে ‘নীতিগতভাবে’ ৪ দেশ একমত : দক্ষিণ কোরিয়া

    গাজীপুর টিভি ডেস্ক | ১৩ ডিসেম্বর ২০২১ | ৩:০১ অপরাহ্ণ

    কোরীয় যুদ্ধের আনুষ্ঠানিক ইতি টানার ঘোষণা দিতে ‘নীতিগতভাবে’ একমত হয়েছে উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চীন ও যুক্তরাষ্ট্র বলে দাবি করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জ্যা ইন। সম্প্রতি অস্ট্রেলিয়া সফর শেষে এমনটা জানিয়েছেন তিনি। প্রেসিডেন্ট মুন জানিয়েছেন, উত্তর কোরিয়ার কিছু দাবির কারণে এখনই আলোচনা শুরু হয়নি।

    ইয়াহু নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ১৯৫০ সাল থেকে ১৯৫৩ সাল পর্যন্ত কোরীয় যুদ্ধ হয়েছিল। তবে শান্তি চুক্তির মাধ্যমে নয় বরং যুদ্ধবিরতির মাধ্যমে সংঘাতের ইতি টানা হয়েছিল। সে সময় থেকেই প্রযুক্তিগতভাবে যুদ্ধে লিপ্ত উত্তর ও দক্ষিণ কোরিয়া। এক্ষেত্রে শুরু থেকেই উত্তর কোরিয়াকে সমর্থন দিয়ে যাচ্ছে চীন এবং যুক্তরাষ্ট্রের সমর্থন পাচ্ছে দক্ষিণ কোরিয়া। ফলে দেশগুলোর মধ্যে উত্তেজনা চলমান রয়েছে।

    যুদ্ধের ইতি টানতে ‘নীতিগতভাবে’ ৪ দেশ একমত বলে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট জানালেও এব্যাপারে চীন ও যুক্তরাষ্ট্রের কোনো বক্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, গত সেপ্টেম্বরে উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং জানিয়েছিলেন, তার দেশ খোলাখুলি আলোচনায় আগ্রহী। তবে অবশ্যই তার আগে যুক্তরাষ্ট্র তাদের ওপর যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে তা তুলে নিতে হবে বলে শর্ত দিয়েছেন।

    Comments

    comments

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ

    শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০