- আজ শুক্রবার
- ১০ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
- ২৫শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
- ২৭শে মহর্রম ১৪৪৭ হিজরি
গাজীপুর টিভি ডেস্ক | ৩০ মার্চ ২০২২ | ১:১৮ অপরাহ্ণ
ইউক্রেনে যুদ্ধের মধ্যেই চীন সফরে গেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ইউক্রেন যুদ্ধ শুরুর পর দেশটিতে এটিই তার প্রথম সফর। আফগানিস্তানকে সাহায্য করার উপায় নিয়ে আলোচনা করতে চীন কর্তৃক আয়োজিত একাধিক বৈঠকে অংশ নিতে এই সফরে গেছেন তিনি। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
বেইজিংয়ের রাশিয়ান দূতাবাসের ওয়েইবো অ্যাকাউন্টে ল্যাভরভের চীনে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, ল্যাভরভ চীনের পূর্বাঞ্চলীয় শহর হুয়াংশানে অবতরণ করেছেন।
দূতাবাসের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে বিমান থেকে নেমে আসা রুশ প্রতিনিধি দলের সদস্যদের দেখা গেছে।